ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এবার কম দামে ১৫০ সিসির পালসার আসছে বাজারে! দাম মাত্র কত টাকা জানেন

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১৪ ১৭:৩২:৩৯
এবার কম দামে ১৫০ সিসির পালসার আসছে বাজারে! দাম মাত্র কত টাকা জানেন

এবার এই বাইকটিকে আপডেটেড করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় বাজাজ। প্রতিষ্ঠানটি চাইছে আকর্ষণীয় লুকিং, শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে ১৫০ সিসির বাজার ধরে রাখতে। নতুন ভার্সনে থাকছে পাওয়ার ফুল ফর্কস। এর দুচাকায়ই থাকবে ডিস্ক ব্রেক। এছাড়াও স্পিড সিট এটিকে করবে আরও আকর্ষণীয়।

২০০১ সালে সর্বপ্রথম পালসার ১৫০ বাজারে আসে। কয়েক বছরে বেশ কয়েকটি আপডেট এসেছে বাইকটিতে। তবে এবারের আপডেটেড ভার্সন হবে সবচেয়ে আকর্ষণীয় ও কার্যকর। এর পরিবর্তন সহজেই দৃশ্যমান হবে। বাজাজ অটোমোবাইল ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ১৫০ সিসির পালসারে নতুন এক্সহস্ট মাফলার ব্যবহার করা হবে। এতে ১৮০ সিসির এক্সহস্ট মাফলার সংযোজন করা হবে। এতে ব্রাশড মেটাল এবং হিট শিল্ড থাকছে।

এছাড়াও বাইকটিতে নতুন ফুট পেগ এবং পেডেলে নতুনত্ব থাকছে। নতুন ভার্সনের পালসার ১৫০ তে পাওয়ারট্রেইন ১৪৯ সিসিই থাকছে। তবে নতুন ভার্সনের বাইকে ইঞ্জিনের ঝাঁকুনি অনেক কম হবে। এটির ১৫০ সিসির দাম এক লাখ ৯৯ হাজার ৯০০ টাকা বাজাজের মোটরসাইকেল বাংলাদেশে আমদানি করে বাজারজাত করছে উত্তরা মোটরস। দেশের বিভিন্ন জায়গায় উত্তরা মোটরসের শোরুম রয়েছে।

বর্তমানে বাজাজের ‘ডিসকভার’ মডেলের ১২৫ সিসির দাম এক লাখ ৫৮ হাজার, ১২৫ সিসি এসটির দাম এক লাখ ৭৫ হাজার ও ১০০ সিসির দাম এক লাখ ৩৯ হাজার ৯০০ টাকা। বাজাজের রয়েছে আরেকটি মডেল ‘প্লাটিনা’। এর ১০০ সিসির দাম এক লাখ ১৫ হাজার ৫০০ টাকা। আরেকটু বেশি স্টাইলিশ মডেল নিতে চাইলে কিনতে পারেন ‘পালসার’। আর ১৩৫ সিসির দাম পড়বে এক লাখ ৭০ হাজার টাকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে