ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

দুবাই গিয়েই তামিমের দীর্ঘ অনুশীলন; প্রথম ম্যাচেই মাঠে নামতে চান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১৩ ১৭:৫৬:৫৪
দুবাই গিয়েই তামিমের দীর্ঘ অনুশীলন; প্রথম ম্যাচেই মাঠে নামতে চান

আঙুলের ব্যথা এখনও পুরোপুরি সেরে উঠেনি তবে এশিয়া কাপে শতভাগ সুস্থ হয়ে মাঠে নামার ব্যাপারে আশাবাদী তামিম ইকবাল। টুর্নামেন্টে বড় সাফল্যের ব্যাপারেও আত্মবিশ্বাসী এই ড্যাশিং ওপেনার। আপাতত তামিম মনোযোগ ধরে রাখতে চান ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিকেই।

এদিকে একসময় একই ড্রেসিংরুমে ছিলেন, এখন দুইজন একে অপরের প্রতিপক্ষ। আইসিসি ক্রিকেট একাডেমিতে তামিম-হাথুরুর আবার দেখা, হাসিমুখে কুশল বিনিময় করেছেন। তবে মুখে যতোই হাসি থাক না না কেন, হাথুরু যে তামিমকে থামাতে আলাদা পরিকল্পনা করছেন তাতে কোনও সন্দেহ নেই।

তামিম প্রতিপক্ষ বোলার নিয়ে কখনও খুব একটা ভাবেন না। এশিয়া কাপের আগেও তাই নিজের স্কিলের উন্নতির দিকেই সব মনোযোগ তাঁর। আঙুলের ব্যাথা থেকে পুরোপুরি মুক্তি মিলেনি ঠিকই। তবে ১৫ সেপ্টেম্বরের আগে সম্পূর্ণ ফিট হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তামিম।

১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একজন স্থায়ী পার্টনার পাননি এখনও। এশিয়া কাপেও তামিমে বিপরীতে দেখা যাবে লিটন কিংবা মুমিনুল। লিটনের সাথে টেস্ট,টি-টোয়েন্টিতে ওপেন করলেও ওডিআইতে কখনও একসাথে নামা হয়নি। শেষ পর্যন্ত পার্টনার হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে কাকে পাওয়া যাবে তা এখনও নিশ্চিত নয়।

নিদাহাস ট্রফির সেই উত্তপ্ত ম্যাচের পর আর মুখোমুখি হয়নি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এশিয়া কাপের প্রথম ম্যাচে দেখা হবে দুই দলের। এশিয়া কাপে কিছুটা হলেও ওই ম্যাচে প্রভাব পড়বে তা নিশ্চিত।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ