ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

২ দিন আগে ১৬ থেকে বাছাই করে ১১ সদস্যের দল ঘোষণা বিসিবির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১৩ ১৬:২২:১৪
২ দিন আগে ১৬ থেকে বাছাই করে ১১ সদস্যের দল ঘোষণা বিসিবির

এশিয়া কাপে দলের ওপেনিং সমস্যার সমধান তরুণ ক্রিকেটার লিটন দাস। সৌম্য,এনামুল ও কায়েসের পর এবার ওয়ানডেতে তামিমের সঙ্গে ব্যাটিং করবেন তিনি৷ উইন্ডিজ সফরে দুর্দন্ত ব্যাট করেছেন তামিম ইকবাল। তাই তামিমের সাথে যোগ্য সঙ্গ দিতে পারলেই প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে শুরুতে ভালো রান বের করে আনা সম্ভব। ওপেনিং ছাড়া আরেকটি জায়গায় পরিবর্তন আসতে পারে একাদশে। সাব্বিরের জায়গায় প্রথমবারের মতো আন্তজার্তিক ওয়ানডে ম্যাচ খেলতে পারেন আরিফুল হক।

বোলিংয়ে পেস বিভাগে দায়িত্বে থাকবেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সঙ্গে রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। অন্যদিকে স্পিনার বিভাগে সাকিবের সঙ্গে দেখা যেতে পারে মেহেদি হাসান মিরাজকে। এছাড়া অতিরিক্ত স্পিনার হিসেবে একাদশে সুযোগ পেতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এশিয়া কাপে টাইগারদের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

এশিয়া কাপে তামিমের সঙ্গী কে? এক্ষেত্রে টেলেন্ডেড লিটন কুমার দাসকে এগিয়ে রাখছেন নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকা সফরে তামিমের সঙ্গে খেলেছেন তিনি।সৌম্যের বিপরীতে এনামুল ও লিটনকে ওপেনিংয়ে সুযোগ দেয়া হলেও কেবল লিটনই নিজের মান ধরে রাখতে সক্ষম হন। তাই আপাতত তামিমের সঙ্গে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকেই খেলতে হবে।

এদিকে গত বুধবার (৫ সেপ্টেম্বর) মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে নিজের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন লিটন কুমার দাস। বলেন, ‘অনেক দিন ওয়ানডে টিমের বাইরে থাকার পর এশিয়া কাপে সুযোগ পাওয়াতে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আমি চেষ্টা করবো ভালো খেলার।’

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টি-২০ ম্যাচে তামিমের সঙ্গে ওপেনিংয়ের সুযোগ মেলে লিটন কুমার দাসের। সেখানে ৩১ বলে ৬২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন তিনি।মূলত ভয় ডরহীন ম্যাচ খেলার জন্যই বেশ সুনাম কুড়িয়েছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ‘অনেক ব্যাটসম্যান অনেকভাবে খেলতে ভালোবাসে। তবে আমি এগ্রেসিভলি খেলতে পছন্দ করি।’ যোগ করেন তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ