ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

জাতীয় দলের জন্য আশরাফুলকে দেয়া ১টি শর্ত, যা বললেন আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১৩ ১২:৪৪:২৮
জাতীয় দলের জন্য আশরাফুলকে দেয়া ১টি শর্ত, যা বললেন আশরাফুল

আর তাঁর জন্য ঘরোয়া লীগগুলোতে বিশেষ পারফর্মেন্সের বিকল্প যে কিছু নেই তা ভালোভাবেই বুঝেন তিনি। বর্তমান বাংলাদেশ দলের প্রেক্ষাপটে দলে জায়গা পাওয়া অনেক বেশি কঠিন।

তবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু কয়েকদিন আগে আশরাফুলকে আশ্বাস দিয়ে বলেছিলেন, জাতীয় দলে ফিরতে হলে রানের মধ্যে থাকতে হবে। শুধু এক মৌসুম নয়, ধারাবাহিক হতে হবে তাঁকে। আর আশরাফুল জানিয়েছেন, সে অনুযায়ী কাজ করে যাচ্ছেন তিনি। গত মৌসুমে ঢাকা লীগে দুর্দান্ত খেলেছেন তিনি। টানা তিনটি শতক সহ মোট পাঁচটি শতক করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। যা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এক লীগে প্রথম।

‘অবশ্যই এটা শুধু নান্নু ভাই না। এটা আমিও জানি। আমাকে বাংলাদেশ দলে খেলতে হলে এক্সট্রাঅর্ডিনারি পারফর্মেন্স দিতে হবে। যেটা আমি ঢাকা লীগে গত বছর করেছিলাম। বাংলাদেশের ইতিহাসে এক লীগে পাঁচ সেঞ্চুরি, টানা তিনটি সেঞ্চুরি। ‘অবশ্যই আমাকে বাংলাদেশ দলে খেলতে হলে এমন কিছুই করতে হবে। আমি ২০০৬ সালে জিম্বাবুয়ের সাথে বাদ পড়ার পর ২৬৩ রানের ইনিংস খেলে দলে ফিরেছিলাম। আমি সবসময় বিশ্বাস রেখেছি, আমি বাংলাদেশের হয়ে খেললে আলাদা কিছু করব, তারপর হয়তো বা আমি আলোচনায় আসব।’

আগামী মাস থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লীগেও নিজের পারফর্মেন্স ধরে রাখতে চান আশরাফুল। বড় বড় ইনিংস খেলে আলোচনায় আসতে চান দেশের সাবেক এই অধিনায়ক। হতে চান ধারাবাহিক পারফর্মার।

‘আমি আসন্ন এনসিএলে সুযোগ পেলে ১০০ রান করলে সেটাকে ১৫০ রানে রুপান্তর করার চেষ্টা করব। স্টার্ট পেলে বড় বড় ইনিংস খেলা লক্ষ্য থাকবে। তখনই আসলে বিবেচনায় আসা যাবে। ফিটনেস লেভেল নিয়ে যেটা বলেছে, আমি আজ ১১.৪ পেয়েছি।

‘আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেটে ফিটনেসের মান এমনই হয়। আরও উন্নতি করতে পারব, এটা আমার বিশ্বাস। যদি আমি সেই সুযোগ সুবিধা পাই। বাংলাদেশ দলে খেলতে হলে সেই রকম পারফর্মেন্স করেই আমি আসব। আমি শুধু দলে ফেরার জন্য ফিরতে চাই না। আমি প্রচুর রান করে লম্বা সময় ধরে খেলতে চাই।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ