ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিসিবির ফিটনেস টেস্টে ‘১২ তে ১১.৪’ পেয়ে সবাইকে তাঁক লাগিয়ে দিলেন আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১২ ২১:৩৭:০৮
বিসিবির ফিটনেস টেস্টে ‘১২ তে ১১.৪’ পেয়ে সবাইকে তাঁক লাগিয়ে দিলেন আশরাফুল

এনসিএলে ঢাকা মেট্রোর হয়ে খেলেন মোহাম্মদ আশরাফুল। আজ বিফ টেস্টে ১২ এর মধ্য ১১.৪ পয়েন্ট পেয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক।

অনেক আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও যে নিজেকে যথেষ্ট ফিট রেখেছেন আশরাফুল এটাই তার প্রমান। দারুণ এই সাফল্যে স্বভাবতই বেশ উল্লসিত সাবেক টাইগার অধিনায়ক আশরাফুল।

আশরাফুল বিসিবির এই উদ্যোগের প্রশংসা করে বলেন,

ফিটনেস পরীক্ষা বা ‘বিপ টেস্ট’ নিয়ে অবশ্যই এটা খুবই ভাল একটা উদ্যোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রতিটা দলের প্লেয়ারদের ফিটনেস টেস্ট নেয়া হচ্ছে। আজ আমাদের ঢাকা মেট্রোর ছিল। এই প্রস্তুতিটা আসলে খুবই দরকার।’

যেকোনো টুর্নামেন্টের আগে নিজেদের ফিটনেস সম্পর্কে অবগত হওয়াটা অনেক বেশি জরুরী বলেই মনে করছেন অ্যাশ। এই পরীক্ষার মাধ্যমে সেটি সম্ভব হচ্ছে সকলের জন্য। সামনে আরও উন্নতি করার লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে আশরাফুল আরো বলেন,

‘একটা টুর্নামেন্টের আগে যদি আমরা দল হিসেবে অনুশীলন করতে পারি, যার যার ফিটনেসের অবস্থা যদি আমরা জানি তাহলে ভাল হয়। আগে দেখা যেত আমরা দুই-তিনটা ম্যাচ খেলার পর ফিটনেস সম্পর্কে সচেতনতা আসত। এখন কিন্তু আমরা প্রায় সাবাই সচেতন। আজ ১১.৪ (১২ তে) এসেছে, বিপ টেস্টে যা খুবই ভাল। আশা করব যে সামনে আরও উন্নতি হবে।’

উল্লেখ্য, দীর্ঘ ৫ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে গিয়েছে মোহাম্মদ আশরাফুলের। এবার জাতীয় দলে জায়গা পাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন টেস্টে সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ