ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ওয়ানডে পরিসংখ্যানে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১১ ২৩:৫৫:৪২
ওয়ানডে পরিসংখ্যানে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডের উল্লেখযোগ্য কিছু পরিসংখ্যান-

হেড টু হেড- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের লড়াইয়ে এখনো পর্যন্ত মোট ৪৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যার মধ্যে ৩৬ ম্যাচে শ্রীলঙ্কা ও ৬ ম্যাচে জয়ের দেখা পেয়ছে টাইগাররা। তাছাড়া দুটি ম্যাচের নিষ্পত্তি ঘটেছে ফলাফল ছাড়াই।

সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর– দু’দলের মধ্যকার মুখোমুখি লড়াইয়ে ওয়ানডেতে এক ইনিংসে লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটে ৩২৪ রান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের ইনিংস। আর বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৩৫৭ রান হচ্ছে লঙ্কানদের সর্বোচ্চ সংগ্রহ। পক্ষান্তরে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর ১৪৭ রান যেখানে বাংলাদেশের সর্বনিম্ন ইনিংস হচ্ছে ৭৬ রানের।

শীর্ষ পাঁচ রান সংগ্রাহক- দু’দলের মধ্যকার ওয়ানডে লড়াইয়ের শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের মধ্যে চারজনই হচ্ছেন শ্রীলঙ্কার। কুমার সাঙ্গাকারা ১২০৬, সনাৎ জয়াসুরিয়া ১০৩০, তিলকারত্নে দিলশান ৮৫৯, উপুল থারাঙ্গা ৭৫৯ রান নিয়ে রয়েছেন শীর্ষ চারে। এরপরে অবস্থান বাংলাদেশের ক্রিকেটে অতীত হয়ে যাওয়া মোহাম্মদ আশরাফুল। তার সংগ্রহ ২৬ ম্যাচ থেকে ৫৭৩ রান।

সবচেয়ে বেশি শতক- ওয়ানডে ফরম্যাটে দু’দলের লড়াইয়ে সবচেয়ে বেশি শতক করার গৌরব করেছেন লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। বাংলাদেশের বিপক্ষে মোট পাঁচবার শতক হাঁকানোর কৃতিত্ব গড়ে দেখিয়েছেন এই ব্যাটসম্যান।

সবচেয়ে বেশি অর্ধশতক- সবচেয়ে বেশি শতক হাঁকানোর মতো দু’দলের ওয়ানডে লড়াইয়ে সবচেয়ে বেশি অর্ধশতকেরো মালিক কুমার সাঙ্গাকারা। কিংবদন্তি এই ব্যাটসম্যানের নামের পাশে বাংলাদেশের বিপক্ষে রয়েছে ১১টি অর্ধশতকের অর্জন।

শীর্ষ পাঁচ উইকেট শিকারি- এ তালিকায়ও রাজত্ব লঙ্কানদের। পাঁচ জনের মধ্যে যথারীতি চারজনই লঙ্কান। ৩১ উইকেট নিয়ে শীর্ষে মুত্তিয়া মুরালিধরন, দ্বিতীয় স্থানে ২৪ উইকেট নিয়ে রয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। এরপর আবারও জায়গা করে নিয়েছেন লঙ্কান তিন বোলার।২২ উইকেটে নিয়ে তিনে ফার্নান্দো, সমান ২০ উইকেট নিয়ে এর পরবর্তী দুই অবস্থানে রয়েছেন লাসিথ মালিঙ্গা ও ফারভেজ মাহরুফ।

ইনিংসে পাঁচ উইকেট- দু’দলের মধ্যকার ওয়ানডে লড়াইয়ে এখনো পর্যন্ত মোট তিনজন বোলার ইনিংসে পাঁচ উইকেট শিকার করার কৃতিত্ব দেখিয়েছেন। যার মধ্যে দুই লঙ্কান বোলার চামিন্দা ভাস ও মুত্তিয়া মুরালিধরনের সাথে একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে রয়েছেন দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে থাকা স্পিনার আব্দুর রাজ্জাক।

সর্বাধিক ডিসমিসাল– উইকেট রক্ষকদের এই লড়াইয়ে সবাইকে ছাপিয়ে শীর্ষে অবস্থান কুমার সাঙ্গাকারার। ৩১ ম্যাচ থেকে ৪৩ ক্যাচ ও ৬ স্টাম্পিংয়ে মোট ৪৯ ডিসমিসালার তার দখলে। এরপর পরবর্তী অবস্থানে রয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। তার ঝুলিতে রয়েছে ১৮টি ক্যাচ ও ২টি স্টাম্পিংসহ মোট ২০টি ডিসমিসাল।

সবচেয়ে বেশি ক্যাচ– ফিল্ডারদের মধ্যে দু’দলের লড়াইয়ে সবচেয়ে বেশি ক্যাচ তালুবন্দী করার নজির স্থাপন করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। অবসর নেওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে ২৬ ম্যাচ খেলে মোট ২৬টি ক্যাচ নেন তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ