ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

আফ্রিদিকে হারিয়েছেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১১ ২০:১৪:৪৪
আফ্রিদিকে হারিয়েছেন সাকিব

২০১৪ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সাকিব। সেই ম্যাচে ২৭৫ স্ট্রাইক রেটে ৬টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ৪৪ রান হাঁকিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

অবশ্য এই রেকর্ডে দুই নম্বরে আছেন আফ্রিদি। একই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২৩৬ স্ট্রাইক রেটে ২৫ বলে ৫৯ রানের ইনিংসটি খেলে দলকে জয় এনে দেয়ার পাশাপাশি এই তালিকায় নাম লেখান তিনি।

এই রেকর্ডে তিন নম্বরেও রয়েছেন সাবেক এই অলরাউন্ডার। ২০৬ স্ট্রাইক রেটে ২০৬ স্ট্রাইক রেটে ৬০ বলে ১২৪ রানের অসাধারণ ইনিংস উপহার দেন আফ্রিদি।

১৯৯৫ সালে পাকিস্তানের ২০০ স্ট্রাইক রেটে বিপক্ষে ১৫ বলে ৩০ রানের ঝড় ইনিংস খেলেন লঙ্কান সাবেক কিংবদন্তী ওপেনার সানাথ জয়সুরিয়া। যিনি এই রেকর্ডে আছেন চতুর্থ স্থানে।

আবার ২০১৪ সালেই ভারতের বিপক্ষে ম্যাচে ১৮ বলে ৩৪ রানের ইনিংস খেলে পাকিস্তানকে দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন আফ্রিদি। সেই ম্যাচে ১৮৮ স্ট্রাইক রেটে ব্যাট করে তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ