শতভাগ ফিট থাকলেও যে কারনে প্রথম ম্যাচ খেলতে পারবে না তামিম

বেলা একটার দিকে রুবেল হোসেনকে হাসিমুখে বিসিবি কার্যালয় থেকে বেরিয়ে যেতে দেখা গেল। তাঁর ভিসা জটিলতা কেটেছে, আজ সন্ধ্যার ফ্লাইটে রওনা দিচ্ছেন বাংলাদেশ দলের পেসার। সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাওয়ায় রুবেলের মুখে হাসি ফুটলেও অস্বস্তিতে আছেন তামিম ইকবাল। বাঁহাতি ওপেনার ভিসা এখনো পাননি।
জাতীয় দলের ক্রিকেটার, এশিয়া কাপে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য তামিমের ভিসাসংক্রান্ত জটিলতার সমাধান হয়তো আজকালের মধ্যে হয়ে যাবে। কিন্তু বাঁহাতি ওপেনারের দুশ্চিন্তা অন্য জায়গায়। দুবাই পৌঁছে দল এরই মধ্যে দুদিন অনুশীলন করে ফেলেছে। অথচ তামিম এখন আরব আমিরাতে রওনাই দিতে পারলেন না। কদিন আগে বাঁহাতি ওপেনার অনুশীলন করতে গিয়ে পেয়েছেন আঙুলে চোট। চোট কাটিয়ে ব্যাটিং অনুশীলনে কতটা স্বচ্ছন্দ হতে পেরেছেন, সেটি ভালোভাবে বুঝতে পারতেন দলের অনুশীলনে যোগ দিতে পারলে। দুবাইয়ের কন্ডিশনে মানিয়ে নেওয়ার ব্যাপার তো আছেই।
বসে না থেকে তামিম অবশ্য ব্যক্তিগত উদ্যোগে ব্যাটিং অনুশীলন শুরু করে দিয়েছেন। আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আড্ডার ফাঁকে জানালেন, আজ রাতের মধ্যে যদি ভিসা পান, তবে চেষ্টা করবেন কাল সকালেই রওনা দিতে। আর যদি কাল সকালে পান, তবে রওনা দেবেন রাতে। কিন্তু কালও যদি ভিসা না পান? তামিমের কপালে দুশ্চিন্তার ভাঁজ যেন বাড়ল!
কাল-পরশুর মধ্যে ভিসার সমাধান না হলে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলা নিয়ে সংশয় জাগবে। শেষ পর্যন্ত খেলতে যদি পারেনও, পুরোপুরি প্রস্তুত না হয়েই খেলতে হবে তাঁকে। তামিম অবশ্য বুঝে উঠতে পারছেন না তাঁর ভিসা নিয়ে কেন জটিলতা তৈরি হয়েছে। এ বছরের শুরুতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দুবাই গিয়েছিলেন। তখনো তামিমকে একই সমস্যায় পড়তে হয়।
ভিসা-সংক্রান্ত জটিলতা শুধু তামিমের একার নয়, দলের ম্যানেজার খালেদ মাহমুদ ও বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও একই সমস্যায় পড়েছেন। তাঁদেরও দুবাই যাত্রা আটকে আছে ভিসা না পাওয়ায়।
১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী দিনেই বাংলাদেশের ম্যাচ আছে শ্রীলঙ্কার বিপক্ষে। কাল ভিসা না পেলে তামিমের জন্য প্রথম ম্যাচ খেলা কঠিন হয়ে যাবে। অন্তত ম্যাচের আগের দিন অনুশীলনে বিঘ্ন তো ঘটবেই।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার