ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

আরব আমিরাতের গরম নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১১ ১৪:০০:১৫
আরব আমিরাতের গরম নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

তৃতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতে হতে হচ্ছে এশিয়া কাপ। সর্বশেষ আসর বসেছিল ১৯৯৫ সালে। সংযুক্ত আরব আমিরাতে দলগতভাবে কোনও সফরে যায় নি বাংলাদেশ ক্রিকেট দল। তবে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার খেলেছেন দুবাই ও আবুধাবিতে। তাই, গরম নিয়ে ভাবনা থাকলেও খুব বেশি চিন্তিত নয় বাংলাদেশ।

দেশ ছাড়ার আগে কন্ডিশন প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘আরব আমিরাতের কন্ডিশন একটু কম বা বেশি আমাদের মতোই। কিন্তু গরমটা অনেক গুরুত্বপূর্ণ হবে। কিন্তু আমরা পেশাদার ক্রিকেটার। আমাদের মানিয়ে নিতে হবে।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানের। এছাড়া টি-টেন লিগেও খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

পূর্বের খেলার অভিজ্ঞতার কথা জানিয়ে রিয়াদ বলেন, ‘তামিম খেলছে, সাকিব খেলেছে, মুশফিক খেলেছে। ওখানকার কন্ডিশন সম্পর্কে জানি। একটা নির্দিষ্ট দিনে আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, সেটা গুরুত্বপূর্ণ। আমরা সেটা করার দিকেই মনোযোগী।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ