ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

সাকিবকে ছাড়া এশিয়া কাপে খেলতে প্রস্তুত কোচ স্টিভ রোডস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১১ ১৩:৪৮:১৮
সাকিবকে ছাড়া এশিয়া কাপে খেলতে প্রস্তুত কোচ স্টিভ রোডস

‘আমি আশা করছি সাকিব এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামবে। সে খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সে জানে দলে তার প্রয়োজনটা কতোটুকু। সাকিবের আঙুলের ইনজুরির অস্ত্রোপচার পরে করা হবে বলে কথা জেনেছি। আর যদি শেষ পর্যন্ত সাকিবকে নাই পাওয়া যায়। তাহলে এমন বাস্তবতা মেনে বাংলাদেশ দল প্রস্তুত আছে এশিয়া কাপে মাঠে নামতে।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজে প্রথম অ্যাসাইনমেন্টে সফল স্টিভ রোডস। তবে, এই ইংলিশ কোচের লক্ষ্যটা দুর বহু দুর।

‘ওয়ানডে বাংলাদেশ দলের প্রিয় একটা ফরম্যাট। বিশ্বের শক্তিশালী দলগুলো বাংলাদেশকে ভয়ঙ্কর দল বলে। তবে, উপমায় এতো আমি সন্তুষ্ট নই। ফলাফল আমাদের পক্ষে থাকতে হবে। এটাই প্রথম ও শেষ কথা। এই জন্য দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও আপনাকে নিয়মিত সাফল্য পেতে হবে।’

কোচের কথায় স্পট সাফল্য পেতে আপোষহীন তিনি। এশিয়া কাপ মানেই দেশের সমর্থকদের কাছে বছরের পর বছর ধরে একটি ট্রফি জয়ের লালিত স্বপ্ন। সমর্থকদের এই আবেগ আর ভালবাসা সম্পর্কে কতোটা অবগত স্টিভ?

‘বাংলাদেশের মানুষ কতোটা ক্রিকেটপ্রেমী আমি এদেশে আসার আগে থেকেই তা জানি। একজন চাকুরীজীবী থেকে রিক্সা চালক কিংবা শ্রমিক সবাই বাংলাদেশের ক্রিকেটকে অসম্ভব ভালবাসে। হ্যাঁ, আমি আপনাকে এতোটা নিশ্চয়তা দিচ্ছি। ক্রিকেটাররা তাদের দেশের প্রতি শতভাগ দায়বদ্ধ। প্রত্যেক ক্রিকেটার তার সামর্থ্যের সেরাটা দিয়েই চেষ্টা করবে। এটা আমি বিশ্বাস করি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ