ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ নিয়ে যা বললেন লংকান ম্যানেজার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১১ ১৩:২৬:৩৩
বাংলাদেশ নিয়ে যা বললেন লংকান ম্যানেজার

বর্তমানে দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করছে। বেশির ভাগ দল ইতিমধ্যে পৌছে গেছে দুবাইয়ে। এদিকে এবারের আসরে এশিয়ার পাচ টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে খেলবে হংকং।

প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে লংকান ম্যানেজার কথা বলেছেন ম্যাচ নিয়ে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি সংক্ষিপ্ত ওভারের ম্যাচ (দুটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি) জেতার ফলে বেশ আত্মবিশ্বাসেই রয়েছে শ্রীলঙ্কা দল।

আর সেই আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপে নামতে যাচ্ছে দলটি। আসন্ন এশিয়া কাপে লঙ্কানরা দুর্দান্ত পারফর্ম করবে বলেই জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম ম্যানেজার চারিথ সেনানায়েকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই, টানা তিনটি সংক্ষিপ্ত ওভারের ম্যাচ জয়ের ফলে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) এই তরুণ ক্রিকেটাররা বেশ আত্মবিশ্বাস অর্জন করেছে এবং এটি তাঁদেরকে সামনের দিকে এগিয়ে যেতে বিশ্বাস যোগাবে। এটি নিঃসন্দেহে আমাদের সাহায্য করবে।’

এছাড়াও তিনি আরো বলেন, ‘গ্রুপের শীর্ষে থাকাই শ্রীলঙ্কার মূল লক্ষ্য। তবে এর কোন নিশ্চয়তা নেই, কেননা গ্রুপের বাকি দুই দলই (বাংলাদেশ এবং আফগানিস্তান) তাদের নিজেদের দিনে যেকোনো প্রতিপক্ষকে হারাতে সক্ষম। আফগানিস্তান আপসেট ঘটানোর থেকেও বেশি কিছু করতে সক্ষম। যদিও ভারত এবং পাকিস্তান পাদপ্রদীপের আলোয় থাকবে, এরপরেও চাপ সমানভাবে সকল দলের ওপরেই থাকবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ