ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

গেইল-আকমলদের নিয়ে বালাখের দল ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১১ ১২:৪০:১৩
গেইল-আকমলদের নিয়ে বালাখের দল ঘোষণা

আসরটিতে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন ব্রেন্ডন ম্যাককালম, ক্রিস গেইল, শহীদ আফ্রিদি ও আন্দ্রে রাসেলেরা। ক্যারিবীয়ান ব্যাটিং দানবকে দেখা যাবে বালাখের নেতৃত্বে দিতে। এছাড়াও দলটিকে রয়েছেন মোহাম্মদ নবী-কামরান আকমল ও কলিন মুনরোর মতো বিশ্ব তারকারা।

এক নজরে বালাখের স্কোয়াড

ক্রিস গেইল, কলিন মুনরো, মোহাম্মদ নবী, রবি বোপারা, আফতাব আলম, গুলবদ্দিন নাইব, মোহাম্মদ ইরফান, বেন লাঘলিন, কামরান আকমল, কাইস আহমেদ, উসমান গনি, ইকরাম আলী খিল ও রয়্যান টেন ডেসকাট।

প্রসঙ্গত, উল্লেখ্য, ৫ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। কাবুল, কান্দাহার, নানগারহর, পাকতিয়া ও বালখ এই পাঁচ দলের অংশগ্রহণে আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। মোট ম্যাচ সংখ্যা ২৩টি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ