ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

টুইটারে কুককে অভিনন্দন জানিয়ে যা লিখলেন মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১১ ১২:০৩:৩৮
টুইটারে কুককে অভিনন্দন জানিয়ে যা লিখলেন মুশফিক

শেষ টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত হাফসেঞ্চুরির পর এবার সিরিজের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন কুক। ক্যারিয়ারের শেষ টেস্টে সেঞ্চুরি নিয়ে বিদায় নেয়া সৌভাগ্যবানদের একজন হয়েই সাদা পোশাক তুলে রাখছেন ইংল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক।

২৮৬ বলে ১৪ চারের সাহায্যে ১৪৭ রান করে অভিষিক্ত হনুমা বিহারির বলে উইকেট-রক্ষক রিশাভ পান্তের হাতে ক্যাচ দিয়েই সাঝঘরে ফেরেন কুক। আর এভাবেই শেষ হলো একজন অ্যালেস্টার কুক অধ্যায়। এর আগে এই টেস্টের প্রথম ইনিংসে ৭১ রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

আর এমন কীর্তি গড়তে পারায় দেশ-বিদেশের ক্রিকেটার থেকে সমর্থকরা প্রশংসা করে টুইট করেছেন। আর সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। কুককে অভিনন্দন জানিয়ে টুইটারে তিনি লিখেন, ‘অসাধারণ ক্রিকেটার! ভাই, তোমার জন্য অনেক সম্মান। তোমার বিপক্ষে খেলতে পেরে গর্বিত। চ্যাম্পিয়নের মতো সমাপ্তি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ