ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

কুককে অন্যরকম সম্মান জানিয়ে যা লিখলেন মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১১ ১১:২৩:০৬
কুককে অন্যরকম সম্মান জানিয়ে যা লিখলেন মুশফিক

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে নিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত হাফসেঞ্চুরির পর এবার সিরিজের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন কুক।

ক্যারিয়ারের শেষ টেস্টে সেঞ্চুরি নিয়ে বিদায় নেয়া সৌভাগ্যবানদের একজন হয়েই সাদা পোশাক তুলে রাখছেন ইংল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটসম্যান।

এদিন ২৮৬ বলে ১৪ চারের সাহায্যে ১৪৭ রান করে অভিষিক্ত হনুমা বিহারির বলে উইকেট-রক্ষক রিশাভ পান্তের হাতে ক্যাচ দিয়েই সাঝঘরে ফেরেন কুক। আর এভাবেই শেষ হলো একজন অ্যালেস্টার কুক বর্নীল অধ্যায়।

আর অসাধারণ কীর্তিতে দেশ-বিদেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের থেকে অনেক প্রশংসা বানী পাচ্ছেন এই ইংলিশ ম্যান।

এদিকে সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। কুককে অভিনন্দন জানিয়ে টুইটারে তিনি লিখেন…

What a player..!!!!! Huge Respect for u brother…privileged to play against you…finish like a Champ

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ