ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

এখন পর্যন্ত আফগানিস্তান প্রিমিয়ার লীগে বাংলাদেশ থেকে দল পেয়েছেন যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১০ ২২:৫৭:০৭
এখন পর্যন্ত আফগানিস্তান প্রিমিয়ার লীগে বাংলাদেশ থেকে দল পেয়েছেন যারা

ডায়মন্ড ক্যাটাগরিতে তামিম ইকবালকে দলে নিয়েছে নাঙ্গারহার। তামিম ইকবাল এবং মুজিবুর রহমানসহ দলের আইকন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার এন্ডি রাসেল। এছাড়াও নাঙ্গারহার দলে নিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে একটি বিধ্বংসী অলরাউন্ডার বেন কাটিংকে।

– থিসেরা পেরেরা (পাকিতিয়া)– মোহাম্মদ শেহজাদ (পাকিতিয়া)– তামিম ইকবাল খান (নাঙ্গারহার)– মুজিবুর রহমান (নাঙ্গারহার)– কলিন মুনরো (বালখ)– মোহাম্মদ নবী (বালখ)– লূক রনচি (কাবুল)– হযরত জাজাই (কাবুল)– ওয়াহাব রিয়াজ (কান্দাহার)

– আসার স্ট্যানিকজাই (কান্দাহার)– পল স্টার্লিং (কান্দাহার)– রবি বোপারা (বালখ)– কলিন ইনগ্রাম (কাবুল)– বেন কাটিং (নাঙ্গারহার)– ক্যামেরন ডেলপোর্ট (পাকিতিয়া)– সোহেল তানভীর (কাবুল)– মোহাম্মদ ইরফান (বালখ)– মিচেল ম্যাকক্লেনাঘন (নাঙ্গারহার)– মিলস (কান্দাহার)– ক্রিস জর্দান (পাকিতিয়া)

আগামী ৫ থেকে ২১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি। বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করা বাকি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, শাহরীয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সাইফউদ্দীন, লিটন দাস, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবুল হাসান রাজু, আব্দুর রাজ্জাক, সানজামুল ইসলাম।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ