ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

শুরুর আগেই চান্দিমালের এশিয়া কাপ শেষ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১০ ২২:০০:১২
শুরুর আগেই চান্দিমালের এশিয়া কাপ শেষ

শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময় চান্দিমালের ডান হাতের মধ্যমায় চিড় ধরা পড়ে। এরপর থেকে তাকে পর্যবেক্ষণে রেখেছিল লঙ্কান বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই এশিয়া কাপে খেলতে হচ্ছে শ্রীলঙ্কাকে।

চান্দিমালের বদলি হিসেবে ১৬ সদস্যের দলে ঢুকেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। যিনি ছিলেন পাঁচজন স্ট্যান্ড বাই খেলোয়াড়ের একজন। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরের পর থেকে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন ডিকভেলা।

আগামী ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ আফগানিস্তান, যাদের বিপক্ষে ম্যাচ ১৭ সেপ্টেম্বর।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ