ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

সেঞ্চুরিতে শুরু, সেঞ্চুরি দিয়েই শেষ…

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১০ ২১:৪০:৪৭
সেঞ্চুরিতে শুরু, সেঞ্চুরি দিয়েই শেষ…

ক্যারিয়ারের ৩৩তম টেস্ট সেঞ্চুরি করার পাশাপাশি শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রানের মালিকও এখন এই সাবেক ইংলিশ অধিনায়ক।

বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ টেস্ট রানের মালিক এখন কুক। সেই সঙ্গে ওপেনার হিসেবে সর্বোচ্চ রান, টানা টেস্ট ম্যাচ (১৫৯) খেলার রেকর্ড, ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান আর ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডও তার দখলে।

টেস্ট ওপেনারদের মধ্যে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কারের (৩৩)। কুকের ২টি সেঞ্চুরি এসেছে তিন নম্বরে ব্যাটিং করে।

২০০৬ সালে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হওয়ার পর ২০১৭ সালের ডিসেম্বরে সর্বশেষ তথা ৩২তম সেঞ্চুরি পাওয়ার প্রায় আট মাস পর নিজের ৩৩তম সেঞ্চুরি পেলেন কুক।

প্রসঙ্গত, এই ভারতের বিপক্ষেই নিজের অভিষেক টেস্ট খেলেছিলেন কুক এবং ওই ম্যাচে সেঞ্চুরিও পেয়েছিলেন। টেস্ট ইতিহাসের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম ও শেষ টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার কীর্তিতে নাম লিখিয়েছেন কুক।

নিজের প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি পাওয়া বাকি ক্রিকেটাররা হচ্ছেন- গ্রেগ চ্যাপেল, রেগি ডাফ, মোহাম্মদ আজাহারউদ্দিন এবং উইলিয়াম পোন্সফোর্ড। সর্বশেষ কীর্তিটা ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজাহারউদ্দিনের।

২০০৬ সালে ভারতের বিপক্ষে নাগপুরেও নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতক আর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন কুক।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ