ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

মোস্তাফিজকে নিয়ে এশিয়া কাপের আগে দারুন সুখবর পেল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১০ ২০:২০:৫৫
মোস্তাফিজকে নিয়ে এশিয়া কাপের আগে দারুন সুখবর পেল বাংলাদেশ

বাংলাদেশসহ অংশগ্রহনকারী দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করছে। এবারের আসরে এশিয়ার সকল টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে যোগ দেবে হংকং।

মূলত ক্রিকেটারদের নিজেকে প্রমাণ করার জন্য এশিয়া কাপ সবচেয়ে বড় মঞ্চ। আর এখানে নিজেকে প্রমাণ করার একজন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এবারের এশিয়া কাপে সেরা বোলার হওয়ার সুযোগ রয়েছে মোস্তাফিজের সামনে। কারণ এবারের এশিয়া কাপে সেরা ফর্ম নিয়েই মাঠে নামছেন তিনি।

ক্যারিয়ারে অনেক বার ইনজুরিতে পড়তে হয়েছে মোস্তাফিজ। সর্বশেষ ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে খেলা হয়নি তার। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত পারফর্ম করেছেন মোস্তাফিজ। সীমিত ওভারের ৬ ম্যাচে ১৩টি উইকেট শিকার করেছেন তিনি। আর সেই ফর্ম এশিয়া কাপে ধরে রাখতে পারলেই দলের জন্য ভালো কিছু করে দেখাতে পারবেন মোস্তাফিজ।

এছাড়াও অন্য যেকোনো সময়ের তুলনায় সেরা ফিটনেস নিয়েই এশিয়া কাপে গিয়েছেন মোস্তাফিজ। যদিও ভাইরাস জ্বর নিয়েই গিয়েছেন তিনি।

তবে মোস্তাফিজের ফিটনেসে কোনো সমস্যা নেই বলেই বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের সুখবর দিয়েছেন বিসিবি চিকিৎসক। আর তাইতো ফিট মোস্তাফিজের সামনে রয়েছে নিজেকে সেরা প্রমাণ করার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ