ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

তামিম ইকবাল ৮ ম্যাচে ৫৩৯ রান, রোহিত শর্মা ৯ ম্যাচে ৩২৪ রান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১০ ১৩:৪৪:০৭
তামিম ইকবাল ৮ ম্যাচে ৫৩৯ রান, রোহিত শর্মা ৯ ম্যাচে ৩২৪ রান

এশিয়া কাপের লড়াইটা শুধু দলের মধ্যেই নয় রয়েছে ক্রিকেটারদের মধ্যে ও। বর্তমান সময়ে ওয়ানডে ফরম্যাটে এশিয়ার সেরা দুই ওপেনার বাংলাদেশের তামিম ইকবাল এবং ভারতের রোহিত শর্মা। ২০১৫ বিশ্বকাপের পর থেকে এই দুই ওপেনারের ব্যাটিং গড় ৫০ এর উপরে। আর তাই এবারের এশিয়া কাপে সবচেয়ে বেশি নজর থাকবে এই দুই ব্যাটসম্যান এর উপর।

বিরাট কোহেলি না থাকায় এশিয়া কাপে ভারত দলের নেতৃত্ব দান করবেন ওপেনার রোহিত শর্মা। যদিও ওয়ানডে ক্যারিয়ারে তামিমের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতের রোহিত শর্মা। তবে ২০১৫ সালের বিশ্বকাপে পর থেকে একই গতিতে এগিয়ে যাচ্ছেন এই দুই ওপেনার। ২০১৮ সালে এসে রোহিত শর্মাকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।

২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে মোটামুটি ভালই যাচ্ছে রোহিত শর্মার। তবে অন্য প্রান্ত থেকে ক্যারিয়ার সেরা পারফর্মেন্স করছেন তামিম ইকবাল। দুর্দান্ত ফর্মে থাকা তামিম ইকবাল ২০১৮ সালে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় সেরা দশে রয়েছেন। ৮ ইনিংসে দুটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি সহ ৫৩৯ রান করেছেন তামিম ইকবাল।

৯০ গড়ে ১৩০ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন তিনি। অন্যদিকে তামিমের থেকে অনেকটাই পিছনে রয়েছে ভারতের ওপেনার রোহিত শর্মা। ২০১৮ সালে ওয়ানডে ক্রিকেটে ৯ ম্যাচে ৩২৪ রান সংগ্রহ করেছেন রোহিত শর্মা। দুটি সেঞ্চুরি করেছেন এ বছর তিনি।

এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৩৭ রান। পারফরম্যান্সের বিচারে রোহিত শর্মার থেকে দ্বিগুণ এগিয়ে রয়েছে তামিম ইকবাল। আর তাই এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সবার উপরে দেখা যেতে পারে এই দুই ব্যাটসম্যানকে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ