ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

মেসি দেখতে আমার মতো সুন্দর নয় : রোনালদো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১০ ১৩:১৮:৩২
মেসি দেখতে আমার মতো সুন্দর নয় : রোনালদো

ইংলিশ জাতীয় দলে ক্রাউচের সতীর্থ ছিলেন রিও ফের্ডিনান্ড। আর রিও ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সতীর্থ। ওল্ড ট্রাফোর্ডে থাকাকালীন রোনালদোর কিছু স্মৃতি সতীর্থ ক্রাউচদের সাথে শেয়ার করেছিলেন রিও।

ডেইলি মেইল জানিয়েছেন, স্টোক সিটির স্ট্রাইকার ক্রাউচ তার বইয়ে লিখেছে, ‘রিও আমাদের বলেছিল, ম্যানসিটির ড্রেসিং রুমের আয়নার সামনে তোয়ালে গায়ে জড়িয়ে নিজের চুলে হাত বুলিয়ে রোনালদো বলতেন—ওয়াও, আমি কি সুন্দর! ইউনাইটেডের অন্য খেলোয়াড়রা তাকে (রোনালদো) ক্ষেপানোর জন্য বলত, তাতে কি, লিও (মেসি) তোমার চেয়ে ভালো খেলোয়াড়। তখন রোনালদো কাঁধ ঝাঁকিয়ে হাসি মুখে রোনালদো উত্তর দিতো, হতে পারে, কিন্তু মেসি দেখতে আমার মতো সুন্দর নয়...’

নিজের নতুন বইয়ে রোনালদোর বিষয় ছাড়াও খেলোয়াড়ি জীবনের আরো অনেক ঘটনা তুলে এনেছেন ক্রাউচ। ইংল্যান্ডের হয়ে ৪২ ম্যাচ খেলেছেন এই স্ট্রাইকার। করেছেন ২২ গোল।

সূত্র : গোল ডটকম।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ