ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

কাউকে ছাড় দিবে না পাকিস্তানঃ আমির সোহেল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১০ ১২:৩৯:৪০
কাউকে ছাড় দিবে না পাকিস্তানঃ আমির সোহেল

বাঁহাতি এই সাবেক ব্যাটসম্যানের মতে, এশিয়া কাপে কোন দলকেই ছাড় দিবেনা সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি। সেই সঙ্গে গেল বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আরও পরিণত এখন পাকিস্তান।

আসছে এশিয়া কাপে ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন পাকিস্তানের এই সাবেক ওপেনার। আর স্টারের সঙ্গে আলাপকালে এসব নিয়েই কথা বলেন তিনি। তার ভাষায়,

'চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর পুরো দলের চেহারাই পাল্টে গিয়েছে। সেই সঙ্গে দলের সবার মাঝে আত্মবিশ্বাসও বেড়েছে অনেক। তারা জানে এখন তাদেরকি করতে হবে।

দলের সবাই অধিনায়ক এবং কোচদের কথা মেনে কাজ করছে। আসছে এশিয়া কাপেও তারা ভালো করবে আশা করি। সব দলের জন্য হুমকি দলটি।'

চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হওয়া এশিয়া কাপে 'এ' গ্রুপে ভারত এবং হংকংয়ের সঙ্গে আছে পাকিস্তান। ১৬ তারিখ হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে সরফরাজ বাহিনী।

এরপর ১৯ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান। গ্রুপ থেকে দুই দল জায়গা করে নিবে সুপার ফোরে।

এশিয়া কাপের পাকিস্তান স্কোয়াডঃ

ফখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, শোয়েব মালিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক), হারিস সোহেল, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, জুনায়েদ খান, উসমান খান ও শাহীন আফ্রিদি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ