কষ্ট, চেষ্টা, পরিশ্রম আছে, ভাগ্য নেই

অথচ জানুয়ারিতে জাতীয় দলে জায়গা পাওয়ার আগে গত তিন মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেট, লিস্ট এ ক্রিকেট ও টি-টুয়েন্টি প্রতিযোগিতা, সব জায়গায় রান করেছিলেন তিনি। চেষ্টা ও পরিশ্রমের ফসল হিসেবে জাতীয় দলে জায়গা অর্জন করে নেয়ার পরও ব্যর্থ বিজয় বসবাস এখন হতাশার রাজ্যে।
'সবচেয়ে বড় করা হচ্ছে, আমরা যারা প্লেয়ার আছি... সকালে আসি সেই ৭টার সময়। ১২টা পর্যন্ত অনুশীলন করি। ভাল করি খারাপ করি, যাই হোক। আবার একটার সময় লাঞ্চ করে দুইটার সময় আবার শুরু করি, করার পর শেষ হয় সাড়ে তিনটা-চারটার সময়। পরিশ্রম আমরা সবাই করি। তার মানে সবারই নিজের একটা প্রত্যাশা আছে, আমরা সবাই ভালো করতে চাই। যারা যারা অতি পরিশ্রম করে, ব্যাটিং, ফিল্ডিং ও কিপিং ওভারঅল, সবারই ব্যক্তিগত একটা প্রত্যাশা থাকে।
আমি এত কঠোর পরিশ্রম করলাম, কমপক্ষে চার-পাঁচ হাজার বল মোকাবেলা করে একটা দেশে সফর করতে যাচ্ছি, তাঁর নিজেরও একটা প্রত্যাশা থাকে। প্রত্যাশার সেই জায়গা থেকে সত্যি কথা বলতে গেলে, অবশ্যই হতাশ হয়েছি।'
স্কিলের ঘাটতি নয়, ভাগ্যকেই নিজের বর্তমান অবস্থার জন্য দায়ী করছেন তিনি। ভাগ্যে বিশ্বাসটা একটু প্রবল আনামুলের। ২০১২ সালে ওপেনিং এ তামিমের সঙ্গী হিসেবে সুযোগ পাওয়া বিজয় ছিল বাংলাদেশের নেক্সট বিগ থিং।
২০১৫ সাল পর্যন্ত জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়ে ছিটকে পড়ায় ভিন্ন মোড় নেয় আনামুলের ক্যারিয়ার। শুন্যস্থান কখনো পূর্ণ থাকে না, প্রকৃতির এই নিয়মের মতই বিজয়ের শুন্যতা পূরণে এগিয়ে আসেন সৌম্য সরকার।
কিন্তু বাংলাদেশে ওপেনারের অধারবাহিকতা একজন আরেকজনের জন্য সুযোগ সৃষ্টি করার জন্য দায়ী। সৌম্যর ব্যর্থতা ও ইমরুল কায়েসের অধাবাহিকতায় ফের দুয়ার খুলে আনামুল হক বিজয়ের। ২০১৮ সালে এসে বছরের শুরুতে দেশের মাটিতে ও ওয়েস্ট ইন্ডিজে খেলার সুযোগ পান তিনি।
বিজয়ের সামনে রাস্তা ছিল উম্মুক্ত। শুধু কিছু রানের দরকার ছিল, ২০১৯ বিশ্বকাপের পরিকল্পনার অংশ হতে। কিন্তু সেটা হলো না। সেই ২০১২ সালে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচের মতই ২০১৮ সালে দ্বিতীয়বারের মত দলে ফেরাটা যদি বড় কোন ইনিংস দিয়ে হতে পারত! বিজয়ের আফসোসটা সেখানেই।
'আবার যখন দুই-তিন বছর ব্রেকের পর আবার শুরু করলাম, আমার হয়তো শুরুটা সেইরকম ভালো হয়নি। তাই শুরুটা একটা বড় ব্যাপার থাকে। যেই শুরুটা আমি করতে পারি নাই। ত্রিদেশীয় সিরিজে শুরু করেছিলাম, শ্রীলঙ্কার সাথে খেললাম, জিম্বাবুয়ের সাথে খেললাম, সেটা আমার জন্য একটা সুযোগ ছিল ভালো করার। শুরুটা যেহেতু ভালো হয়নি, তখন ওয়েস্ট ইন্ডিজে রান করতেই হবে, এমন একটা বাড়তি চাপ নিজের মধ্যে চলে আসে। সেটাই বলছিলাম, যদি শুরুটা একটু ভালো হত, তাহলে হয়তো ওভারঅল জিনিসটা একটু সহজ হয়ে যেত।'
'ভাগ্য অনেক বড় ব্যাপার। এটা আমাকে বিশ্বাস করতেই হয়। প্লেয়ারদের জন্য ভাগ্যে বিশ্বাস রাখতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, কোন কিছুর শুরুটা যদি ভালো হয় তাহলে অনেক দূর যাওয়া সম্ভব। যেমন ২০১২ সালের দিকে আমার শুরুটা, আমি রান করে শুরু করলাম, পরের ম্যাচে আমার সেঞ্চুরি চলে আসল। তারপর আবার কিছু ম্যাচে আমি বড় রান করতে পারি নি। কিন্তু তারপর এশিয়া কাপে আমি সেঞ্চুরি করে ফেললাম। ব্যাপারটা আসলে শুরুটা ভালো হওয়ার উপর নির্ভর করে।'
শুধু ভাগ্য নয়, এই ব্যর্থতার জন্য নিজের ব্যাটিং পরিকল্পনায়ও কিছু ঘাটতি দেখছেন এনামুল। কখন কেমন ইনিংস খেলা দরকার এই বিষয়টি এখনও নিজের আয়তায় আনতে পারেননি তিনি। এ নিয়ে কাজ করছেন দেশের হয়ে ৩৭টি ওয়ানডে খেলা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
'আমি সেটাই চেষ্টা করছি, কিভাবে আরেকটু ভালো শুরু করা যায়, আমি একটু অতিরিক্ত আগ্রাসী ব্যাটিং করলাম কিনা, বা ডিফেন্সিভ খেলছি কিনা, এইসব জিনিস গুলো নিয়ে কাজ করছি।দলের জন্য ভালো ছিল কিন্তু আমি আরেকটু ধরে খেললে হয়তো পরে সহজ বল পাওয়া যেত, ইনিংসটা বড় করা যেত। এইসব ছোট ছোট জিনিস নিয়ে ভাবছি। এই ছোট ছোট জিনিস গুলো যদি ধরতে পারতাম তাহলে ভালো হত।'
জাতীয় দলের সেট আপের বাইরে থাকা ক্রিকেটাররা আগামী মাস থেকেই প্রথম শ্রেণীর ক্রিকেটে জায়গা করে নিবেন। এশিয়া কাপে নেই, আগামী জিম্বাবুয়ে সিরিজেও থাকবেন না, ধরে নিয়েছেন তিনি। তাই বিজয়ের সম্পূর্ণ মনোযোগ এখন ঘরোয়া ক্রিকেটে।
'যেহেতু এশিয়া কাপে নেই, এরপর বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের খেলা আছে। এই জন্যই জাতীয় লীগটা একটা বড় সুযোগ। রানের মধ্যে থাকলে সবসময় ভালো। ছয়টা ম্যাচ পাব এখানে, সুস্থ থেকে ছয়টা ম্যাচে যদি বড় পাঁচ-ছয়টা রান আসে, ভিন্ন ফরম্যাট ও গরমের মধ্যে পারফর্ম করতে পারলে এটা বাড়তি আত্মবিশ্বাস দিবে। আবার সেকেন্ড ইনিংসে সুযোগ আসবে, সেখানে আবার মাঝে মাঝে ওয়ানডে মেজাজে খেলতে হয়। ওইটাও আমার কাজে লাগতে পারে। মাথার মধ্যে ছোট ছোট জিনিস ঢুকাতে হবে, ভালো খারাপ জিনিস গুলো বুঝতে হবে। তাহলে হয়তো আমি হতাশার জায়গা থেকে বের হয়ে আসতে পারব। হয়তো ভালো কিছুর আভাস সামনে পাওয়া যাবে।'
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার