ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলংকার চেয়ে বেশি সুবিধা পাচ্ছে ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১০ ০১:১৯:২৪
এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলংকার চেয়ে বেশি সুবিধা পাচ্ছে ভারত

প্রস্তাবিত নিয়মে এশিয়া কাপের সব দলেরই একই হোটেলে থাকার কথা ছিলো। কিন্তু ভারত অন্যান্য দলের মতো হোটেল ইন্টারকন্টিনেটালে থাকবে না। দুবাইয়ের হোটেল গ্র্যান্ড হায়াতে থাকবে তারা। এতে ভারতেরই সংবাদমাধ্যম প্রশ্ন তুলেছে, এশিয়া কাপের আয়োজক হিসেবে বিসিসিআই কি আলাদা কোনো সুবিধা নিচ্ছে?

সেটি কীভাবে? গ্রুপ পর্বে ভারতের সবগুলো ম্যাচই কিন্তু দুবাইয়ে। বিশেষ করে ভারতের গ্রুপে (এ গ্রুপ) আবুধাবিতে কোনো ম্যাচ নেই। ‘বি’ গ্রুপের শেষ দুটি ম্যাচ আবুধাবিতে। এ দুটি ম্যাচ খেলতে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে দুবাই থেকে আবুধাবিতে যেতে হবে। কারণ ভারত বাদে বাকি পাঁচটি দলের ঠিকানা দুবাইয়ের হোটেল ইন্টারকন্টিনেন্টাল। কিন্তু গ্রুপপর্বে ভারতকে দুবাই থেকে আবুধাবিতে যাওয়ার হ্যাপা পোহাতে হবে না—এতে ‘আয়োজক দেশ হিসেবে সুবিধা নেওয়া’র প্রশ্নটি তুলেছে ‘মুম্বাই মিরর’।

‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের পাশাপাশি তৃতীয় দলটি হংকং। অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হিসেবে ভারতের সেমিফাইনালে (সুপার ফোর) ওঠা মোটামুটি নিশ্চিত। আর সেমিতে উঠলেও ভারতের ম্যাচগুলো দুবাইয়ে পড়ার সম্ভাবনাই বেশি। ‘এ’ গ্রুপ থেকে রানার-আপ হলে সুপার ফোরে আবুধাবিতে একটি ম্যাচ পরবে ভারতের। এই গ্রুপের বাকি তিনটি ম্যাচের ভেন্যু দুবাই। অর্থাৎ ভারত এ গ্রুপে চ্যাম্পিয়ন হলে তাঁদের আবুধাবিতে যাওয়ার সম্ভাবনা নেই। রোহিতের দল যে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় সে কথা বলাই বাহুল্য। আর ফাইনালে উঠলে? তখনো আবু ধাবি যেতে হচ্ছে না। কারণ ফাইনালও দুবাইয়ে।

১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। প্রথম দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত মাঠে নামবে ১৮ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ