ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

‘আমার মতো দোষী এখন বাংলাদেশে কেউ নেই’ কাঁদতে কাঁদতে বললেন শহীদুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১০ ০১:১৮:১৪
‘আমার মতো দোষী এখন বাংলাদেশে কেউ নেই’ কাঁদতে কাঁদতে বললেন শহীদুল

এই ব্যাপারে এখনো অনুশোচনা করেন শহীদুল। এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘ভোর পাঁচটার পরে একটু ঘুম এসেছিল। ততক্ষণে আজান পড়ে গিয়েছে। তখনো আমি এপাশ-ওপাশ করছি। এর আগে ফ্লোরে হেঁটেছি। খালি মাথার ভেতর ঘুরছিল, কী করলাম আমি। আমি আমার দেশকে হারিয়ে দিলাম! মানুষ আমাকে ক্ষমা করতে পারবে কি না জানি না? আমিই তো আমাকে ক্ষমা করতে পারব না।’

কাঁদতে কাঁদতে তিনি আরো বলেন ,’ ‘আমার মতো দোষী এখন বাংলাদেশে কেউ নেই। এত মানুষ মাঠে আশা নিয়ে এসেছিল, আমার একটা ভুলে সব শেষ হয়ে গেল। আমার কাছে এর চেয়ে কষ্টের কিছু নেই। অথচ মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল, জেদ ছিল দলকে চ্যাম্পিয়ন করব।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ