ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

এবার সিএনজি চালককে বেদম পিটালেন ক্রিকেটার শাহাদাত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১০ ০০:৫৫:২১
এবার সিএনজি চালককে বেদম পিটালেন ক্রিকেটার শাহাদাত

এবার আবারো সমালচোনায় শাহাদাত। তবে এবার সিএনজি চালককে বেদম পিটিয়ে । ঘটনাটি ঘটে রাজধানীর আসাটগেট এলাকায়। দুপুরে শাহাদাতের ব্যক্তিগত গাড়িকে এক সিএনজি ধাক্কা দেয়। এসময় শাহাদাত সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে সিএনজি চালকের কলার ধরে গায়ে হাত তোলেন। সিএনজি চালক লিটনের অভিযোগ, কোন কথা বার্তা ছাড়াই মারতে শুরু করে। এরপর লোকসমগম বৃদ্ধি হলে শাহাদাত ঘটনাস্থল ত্যাগ করে।

তবে সেই সিএনজি সংসদ ভবনের সামনের সড়কে এলে বেশ কিছু ছেলে সিএনজি আটকায় এবং বলে এই সিএনজি শাহাদাত ভাইয়ের গাড়িতে ধাক্কা দিয়েছে। সিএনজি চালক লিটন বিপদ বুঝতে পেরে পুলিশের সহযোগীতায় বিপদমুক্ত হন।

তবে এক ঘটনার ছবি ক্রমেই ভাইরাল হতে শুরু করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতেই তোপের মুখে পড়েছেন জাতীয় দলের বাহিরে থাকা এই পেসার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ