জোকারি করে সে, ইয়ার্কি নাকি- শারাফাতকে টিপু

সবসময়ই যিনি দর্শকদের হাস্যরসের খোরাক। তবে সাফ ফুটবলের এবারের আসরে শুধু হাস্যরস নয়, টেলিভিশন ধারাভাষ্যে দর্শকদের ক্ষোভেরও কারণ তিনি। বিরক্ত সাবেক ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপুও। শারাফাতের কাছে তার প্রশ্ন, ‘ফুটবলে মাইনাস থাকলে প্লাস কোনটা?’
ঘরের মাঠে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শনিবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জেতার পরও নেপালের বিপক্ষে হেরেছে ২-০ গোলে। তাতে পাকিস্তান ও নেপালের সমান পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থেকে ছিটকে যায় বাংলাদেশ। দেশের ফুটবলের এই ব্যর্থতার উত্তর খুঁজছে এখন সবাই। পরিবর্তন ডটকমও সেই উত্তর খুঁজতে যোগাযোগ করে গোলাম সারোয়ার টিপুর সঙ্গে।
কিন্তু এই প্রতিবেদকে ধাক্কা খেতে হয় শুরুতেই। মুঠোফোনে দেশের ফুটবলের কিংবদন্তি ফুটবলারের প্রশ্নের মুখে এই প্রতিবেদক- ‘আমাদের ব্যর্থতা? ধারাভাষ্যকার জাফরউল্লাহ শারাফাতকে জিজ্ঞেস করো এর উত্তর?’ প্রথমে অপ্রস্তুত হলেও টিপুর উত্তেজিত কণ্ঠের কারণ বুঝতে কষ্ঠ হয় না।
নিয়মিত মাঠে আসতে না পারায় টিভিতে বসেই খেলা দেখেন ষাট ও সত্তোরের দশকের অন্যতম সেরা ফুটবলার। আর তা দেখতে গিয়ে বাংলা ধারাভাষ্য শুনে যে বিরক্ত হতে হচ্ছে সেটিই ফুটে উঠলো তার সঙ্গে আলাপের প্রথমে, ‘ও (জাফরউল্লাহ শারাফাত) যে বলে হোল অব ডিফেন্স, বল এখন উর্ধ্বমুখী। জিজ্ঞেস করো উর্ধ্বমুখীটা কি? জিজ্ঞেস করো ফুটলাররা যদি মাইনাস করে তাহলে প্লাস কোনটা।’ শারাফাত যেটিকে মাইনাস বলছেন সেটি যে ব্যাক পাস সেটাই বলে দেন টিপু।
জাফরউল্লাহ শারাফাতের অনেক ধারাভাষ্য নিয়েই ইন্টারনেট দুনিয়ায় রয়েছে মজাদার সব অডিও কিংবা ভিডিও। ক্রিকেট, ফুটবলে বাংলা ধারাভাষ্য মানেই তার সরব উপস্থিতি। কিন্তু ক্রিকেট বা ফুটবলের ব্যাকরণে নেই এমন শব্দ তার মুখ থেকে আসে বারবার।
গোলাম সারোয়ার টিপু যেমন বলছিলেন, ‘সে এখনো বলে- ফার্স্ট বার, সেকেন্ড বার। বারে কি লেখা থাকে কোনটা ফার্স্ট বার আর কোনটা সেকেন্ড বার। মানুষের ট্যাক্সের পয়সায় বিটিভি চলে। সেখানে গিয়ে জোকারি করে সে। ইয়ার্কি নাকি...।’ শারাফাতে বিরক্ত টিপু এমনও বলছেন, এটিই এখন লেখার আসল বিষয় বস্তু। মানুষ বিরক্ত এদের ধারাভাষ্য শুনে।
শুধু শারাফাত নয়, বাংলা ধারাভাষ্যকারদের মানহীন ধারাভাষ্যে আসলে সৌন্দর্যহানি হচ্ছে খেলারই। টিপু উদাহরণ দেন, ‘একটা সঙ্গীত অনুষ্ঠানে যদি শিল্পী গান করে, তার কণ্ঠ যতো সুরেলাই হোক, তবলা যে বাজায় বা যারা তার সঙ্গে সঙ্গীত করে তাদরে একটা ভুলেই পুরো অনুষ্ঠান মাটি হতে পারে। সবকিছুই এক হতে হয়। কমেন্ট্রির বিষয়টিও তো তাই।’
কিন্তু দীর্ষদিন ধারাভাষ্য দিয়ে দেশের খ্যাতিমান তকমা পাওয়া শারাফাতরা কবে যে শুধরাবেন।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার