ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

‘মাশরাফি ও মোস্তাফিজই আমার ভরসা’ ওয়ালশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৯ ২১:২৭:০৪
‘মাশরাফি ও মোস্তাফিজই আমার ভরসা’ ওয়ালশ

এশিয়া কাপের জন্য প্রস্তুত টিম বাংলাদেশ। কন্ডিশনের কথা বিবেচনায় বেশ কদিন আগেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ছে টাইগাররা।

অনুশীলনের জন্য বেশ কিছু দিন সময় পেয়েছে বাংলাদেশ। এ সময়টায় কোর্টনি ওয়ালশ এবং স্টিভ রোডস ঝালিয়ে নিয়েছেন শিষ্যদের। দুবাই এবং আবুধাবির তাপমাত্রা বেশি থাকলেও, আরব আমিরাতের উইকেট হয় ব্যাটিং সহায়ক। বিষয়টি মাথায় নিয়ে কাজ করেছেন বোলিং কোচ ওয়ালশ। বোলারদের ভাল করা চ্যালেঞ্জিং হবে সেটাও জানেন টাইগারদের বোলিং গুরু।

কোর্টনি ওয়ালশ বলেন, ‘আরব আমিরাতের উইকেটে বোলাররা খুব বেশি সুবিধা পাবে না। কারণ সেখানকার উইকেট স্বভাবত অনেক ফ্ল্যাট হয়। আর ওয়ানডে ফরম্যাটের ব্যাটসম্যানরা চাইবে রান তুলতে। যার জন্য বোলারদের ভাল করাটা কঠিন হবে।’

গেলো তিন আসরের দুটির ফাইনাল খেলেও শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তবে এবার স্বপ্ন অধরা ট্রফিটা ছুঁয়ে দেখা। তাই সব কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে প্রস্তুত টাইগাররা। কঠিন সব পরিস্থিতিতে ওয়ালশের ভরসা মাশরাফি মোস্তাফিজদের ছন্দ।

ওয়ালশ বলেন, ‘আবুধাবির কন্ডিশনের কথা বিবেচনায় রেখে আমরা অনুশীলন করেছি। মাশরাফি আছেন পেস বিভাগের কাণ্ডারি হয়ে। তার অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে। মোস্তাফিজও ছন্দে ফিরছে। ইনজুরি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভাল করেছে সে। তার উপর ভরসা রাখা যায়। তাছাড়া রুবেলও ভাল ফর্মে আছে।’

টাইগারদের বোলিং গুরু হিসেবে দুই বছর পূর্ণ করেছেন ওয়ালশ। এই কিংবদন্তি বোলার কেমন দেখছেন টাইগার পেসারদের উন্নতিটা। পেসার নিজেদের উন্নতি করেছে বেশ। তবে তরুণদের নিয়ে আশাবাদী ওয়ালশ। তাদের কাছ থেকে ভাল কিছু পেতে হলে বেশি বেশি সুযোগ দেয়ার পরামর্শ তার।

ওয়ালশ বলেন, ‘দেখুন আগের তুলনায় অনেক উন্নতি করেছে বাংলাদেশের পেস বোলিং বিভাগ। তরুণরাও সিনিয়রদের দেখে ভাল করার চেষ্টা করছে। তাদের মাঝে প্রতিভা আছে। তরুণদের থেকে ভাল কিছু পেতে হলে অবশ্যই তাদের বারবার সুযোগ দিতে হবে। এক ম্যাচে সুযোগ দিয়ে পরের ম্যাচে বাদ দিয়ে দিলে ভাল কিছু বেরিয়ে আসবে না।’

তরুণদের মাঝে উন্নতি করার ক্ষুধা রয়েছে। তাই তাদের উন্নতি করাটা অনেক সহজ হবে বলেও মনে করেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ