ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

সকলের কাছে দোয়া চেয়ে এশিয়া কাপের মিশনে গেল মাশরাফিবাহিনী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৯ ২১:১২:০৬
সকলের কাছে দোয়া চেয়ে এশিয়া কাপের মিশনে গেল মাশরাফিবাহিনী

এদিকে সেই আশাবাদ সঞ্চারিত হলো মাহমুদউল্লাহর কণ্ঠেও।মাত্রই সিপিএল খেলে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ। দলের সঙ্গে এবার যাচ্ছেন আমিরাতে, মিশন এশিয়া কাপ। সর্বশেষ আসরে নিজেদের মাটিতে ফাইনাল খেলেছিল বাংলাদেশ, সেটি ছিল টি-টোয়েন্টি। দেশের বাইরে এশিয়া কাপে অবশ্য বড় কিছু করা হয়নি এখনো। মাহমুদউল্লাহ আত্মবিশ্বাসী, এবার ভালো কিছুই হবে,

‘যদি আত্মবিশ্বাসের কথা বলি, আমরা দল হিসেবে খুব ভালোভাবে যাচ্ছি আমার মনে হয়। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে খুব ভালো ক্রিকেট খেলে আমরা সিরিজ জিতেছি। আর এশিয়া কাপের কথা যদি বলি, গত এশিয়া কাপটা আমাদের ভালো গেছে। আমরা দুইটা এশিয়া কাপের ফাইনাল খেলেছি। এর সাথে এটাও বলবো যে, প্রতিটি দলই ভালো এবং সবাই ভালো ক্রিকেট খেলছে। প্রতিটি ম্যাচই তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটি ম্যাচেই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

আমিরাতের গরম ও উইকেট নিয়ে বেশ কথা হচ্ছে। মাহমুদউল্লাহও গরমের ব্যাপারটা মাথায় রাখছেন,

‘আরব আমিরাতের কন্ডিশন একটু কম বা বেশি, আমাদের মতোই। কিন্তু গরমটা অনেক গুরুত্বপূর্ণ হবে। কিন্তু আমরা পেশাদার ক্রিকেটার। আমাদের মানিয়ে নিতে হবে। রিলাক্স হওয়ার কোনো সুযোগ নেই। আফগানিস্তানের বিপক্ষে বা যে কোনো দলের বিপক্ষে আমাদের সেরাটাই খেলতে হবে। সব দলই আমাদের কাছে সমান।’

ওয়েস্ট ইন্ডিজে মূলত পাঁচেই খেলেছেন। নিজের ব্যাটিং পজিশন নিয়ে আলাদা করে কোনো ভাবনা নেই তার,

‘ব্যাটিং পজিশনের কথা বলবো, আমি আসলে দলের জন্য খেলি। দল যখন যেখানে আমাকে খেলাবে আমি সেখানে খেলতেই প্রস্তুত।’

দুবাই-আবুধাবিতে বাংলাদেশের ক্রিকেটারদের খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই। মাহমুদউল্লাহ মনে করিয়ে দিলেন, শীর্ষ তিন জনেরই সেটি আছে, ‘তামিম খেলছে, সাকিব খেলেছে, মুশফিক খেলেছে। ওখানকার কন্ডিশন সম্পর্কে আমরা জানি। একটা নির্দিষ্ট দিনে আমরা কতোটা ভালো ক্রিকেট খেলছি, সেটা গুরুত্বপূর্ণ। আমরা সেটা করার দিকেই মনোযোগী। ’

এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড:মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ