ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপে রান সংগ্রহের তালিকায় চাচা ভাতিজার দাপট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৯ ১২:৪২:০৭
এশিয়া কাপে রান সংগ্রহের তালিকায় চাচা ভাতিজার দাপট

আসুন দেখে নিন এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ ৫ রান সংগ্রাহকের তালিকা। বরাবরের মতো এই টুর্নামেন্টে ও সর্বোচ্চ রান সংগ্রাহক ওপেনার তামিম ইকবাল। এশিয়া কাপে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ১২ ইনিংসে ৪৩ গড়ে ৫১৭ রান সংগ্রহ করেছে তামিম ইকবাল। এশিয়া কাপে এখনো সেঞ্চুরির দেখা পাননি বাংলাদেশ দলের এই ওপেনার।

সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৭০ রান। বাংলাদেশের এশিয়া কাপে সর্বোচ্চ ছয়টি ফিফটি করেছেন তামিম ইকবাল। তালিকায় ২ নম্বরে রয়েছে মুশফিকুর রহিম। এশিয়া কাপ রেকর্ড তেমন একটি ভালো নয় মুশফিকুর রহিমের। এশিয়া কাপে এখন পর্যন্ত ১৬ টি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। ১৬ ইনিংসে ২৮ গড়ে ৩৯৭ রান সংগ্রহ করেছেন তিনি।

এশিয়া কাপে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি রয়েছে মুশফিকুর রহিমের। এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ১১৭ রান। তালিকার তিন নম্বরে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান এবং বর্তমান ধারাভাষ্যকার আতহার আলী খান। এশিয়া কাপে ১১ ম্যাচে ৩৬ গড়ে ৩৬৮ রান করেছেন তিনি। দুটি হাফ সেঞ্চুরিতে সর্বোচ্চ স্কোর ৮২ রান।

এর পরে রয়েছেন সাকিব আল হাসান। ৯ ম্যাচে ৪৪ গড়ে ৩৫৩ রান করেছেন সাকিব আল হাসান। শুধু তাই নয় এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট বেশি এই অলরাউন্ডারের। এশিয়া কাপে এখন পর্যন্ত সেঞ্চুরির না করলেও তিনটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

সর্বোচ্চ স্কোর ৬৮ রান। তালিকার পঞ্চম নম্বরে রয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান। এশিয়া কাপে বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ক ১৩ ম্যাচে ৩৪৫ রান সংগ্রহ করেছেন। ২ হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ