ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ছেলেদের অর্জনের কথা কেউ বলছে না, বিস্মিত জেমি ডে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৯ ১১:১৪:১৮
ছেলেদের অর্জনের কথা কেউ বলছে না, বিস্মিত জেমি ডে

টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ সাফের সেমি ফাইনালে এগিয়ে ছিল দারুণভাবে। শনিবার নেপালের বিপক্ষে ড্র করলেই ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বের টিকিট কাটতো বাংলাদেশ।

কিন্তু ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে স্বাগতিকরা। জামাল ভূইয়াদের দর্শক বানিয়ে সেমি ফাইনালে চলে গেছে পাকিস্তান ও নেপাল।

এই ফলের জন্য সবার কাঠগড়ায় গোলরক্ষক শহীদুল আমল সোহেল। কিন্তু পুরো ম্যাচ নিয়ে জেমি ডে’র মন্তব্য কী? সংবাদ সম্মেলন জুড়ে শহীদুল ও অন্য শিষ্যদের আগলে রাখলেও শুরুতে হার ব্যাখ্যা করলেন এভাবে, ‘এটা অবশ্যই হতাশার। আমরা প্রথম দুই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে ছিলাম। তারপরও কোয়ালিফাই করতে না পারাটা হতাশার। ওই ভাবে গোল হজম করাটা টিমের পিছিয়ে পড়ার করণ হলেও হতে পারে।’

কারণ যাই হোক, টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। টানা চার সাফে গ্রুপ পর্ব পেরোতে পারল না বাংলাদেশ, ভাবা যায়! ২০০৩ সালে ঘরের মাঠে আয়োজিত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০০৯ সালে দ্বিতীয়বার স্বাগতিকের মর্যাদা পেয়ে সেফি ফাইনাল খেলে বাংলাদেশ। কিন্তু এবার কি না গ্রুপ পর্বেই বিদায়। সমালোচনা তো হবেই।

কিন্তু জেমি ডে মনে করেন, ‘আমরা ৬ পয়েন্ট তো পেয়েছি। অন্য দুই দলের চেয়ে পিছিয়ে তো নেই। দুর্ভাগ্যবশত গোল গড়ে আমরা কোয়ালিফাই করতে পারেনি। এর জন্য ছেলেদের অর্জনকে তো খাটো করতে পারি না।’

২০১৩ সালের পর বাংলাদেশ দলের টানা দুই ম্যাচ জয়ের কথা বারবার মনে করিয়ে দিতে চাইলেন জেমি ডে, ‘আমরা ব্যাক টু ব্যাক দুই ম্যাচ জিতেছি। আমার খেলোয়াড়রা পাকিস্তানের বিপক্ষে দারুণ খেলেছে। আমার নয়, আমাদের খেলোয়াড়রা দারুণ খেলেছে। ২০০৮ সালের পর টানা দুই জয় (আসলে ২০১৩ সালের পর)। এই জন্য তো ছেলেরা বাহবা পেতেই পারে।’

জেমি ডে আসলে পুরো সংবাদ সম্মেলনে শিষ্যদের আগলে রাখলেন। কিন্তু সাফের মতো আসরে যে অন্তত সেমি ফাইনাল যে প্রয়োজন ছিল। যে দর্শকরা ফের মাঠে ফিরতে শুরু করেছিল, সেই দর্শকদের মাঠে ধরে রাখার কাজটা যে করতে পারল না বাংলাদেশ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ