ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

অ্যান্ডারসন তাণ্ডবে লণ্ডভণ্ড ভারতীয় টপঅর্ডার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৯ ০১:২১:১৫
অ্যান্ডারসন তাণ্ডবে লণ্ডভণ্ড ভারতীয় টপঅর্ডার

আনন্দের ব্যাপার হলো, নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচের প্রথম ইনিংসে ৭১ রানের ইনিংস খেলেছেন কুক। বাটলার ও তার রানের ওপর ভর করেই ৩৩২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। আর স্বাগতিকদের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে ব্যাট করছে ভারত।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত চার উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১০৪। ইতোমধ্যে ১০০ রানেই হারিয়েছে টপঅর্ডার তিন ব্যাটসম্যান লোকেশ রাহুল, শিখর ধাওয়ান ও পূজারাকে। কুকের বিদায় ম্যাচটি নসাৎ করতে ম্যাচের দ্বিতীয় দিনে সফরকারীদের হয়ে ওপেনিংয়ে নামেন অভিজ্ঞ শিখর ধাওয়ান ও তরুণ লোকেশ রাহুল। কিন্তু তাদের ভাঙনটা ঘটে মাত্র ৬ রানের মাথায়। ব্রড়ের এলবিডব্লিউয়ের শিকার হয়ে মাঠ ছাড়েন ধাওয়ান। তারপর রাহুলকে সঙ্গ দিতে নামেন পূজারা। ৬৪ রানের দারুণ পার্টনারশিপ গড়ে ওপেনার সতীর্থ ধাওয়ানের পথ ধরেন তিনি। এরপর পূজারা মাঠ ছাড়েন ৩২.৫ ওভার এবং রাহানে ৩৪.৫ ওভারের সময়। মাত্র দুই রানের ব্যবধানে আউট হন তারা।

ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট সংগ্রহ করে অ্যান্ডারসন। বাদবাকি দুই উইকেটের মালিক ব্রুড ও কুরান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ