ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বাটলারের লড়াকু ইনিংসে ৩৩২ রানে থামল ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৮ ২৩:০৫:০৮
বাটলারের লড়াকু ইনিংসে ৩৩২ রানে থামল ইংল্যান্ড

কুকের ফিফটির পরেও প্রথম দিনে ১৯৮ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল ইংলিশরা। সেখান থেকে দ্বিতীয় দিনে অলআউট হওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩৩২ রান। প্রথম দিনের ধাক্কা সামলে লড়াকু ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।

বাটলারের লড়াকু ইনিংসেই মূলত তিনশ ছাড়িয়ে যায় ইংলিশরা। আগের দিনের সংগ্রহের সাথে ১৬ রান যোগ হতেই ব্যক্তিগত ১৫ রানে আউট হন আদিল রশিদ। নবম উইকেট জুটিতে ব্রডকে সাথে নিয়ে ৯৮ রান যোগ করেন বাটলার। ব্রড আউট হন ৩৮ রান করে।

৩৩২ রানে দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৮৯ রানের ইনিংস খেলেন বাটলার। ৬ চার ও ২ ছক্কার মারে সাজান নিজের ইনিংস। ভারতের পক্ষে ৪ উইকেট নেন রবিন্দ্র জাদেজা। এছাড়া জাসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা নেন ৩টি করে উইকেট।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ