ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

গ্যালারিতে দুয়োধ্বনি আর বোতলবৃষ্টি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৮ ২২:১৮:২৩
গ্যালারিতে দুয়োধ্বনি আর বোতলবৃষ্টি

তবে গ্যালারি ছাড়তে শুরু করা কয়েকজন দর্শক তাদের তৃষ্ণা নিবারণের জন্য সঙ্গে রাখা পানির বোতলটি মাঠের দিকে ছুড়তেই তাদের অনুসরণ শুরু করলো অন্যরা। এ যেন বোতলবৃষ্টি। হাজার হাজার পানির বোতল উড়তে থাকলো মাঠের দিকে। খালি বোতল বেশিরভাগ, তাই বেশি দূরত্বে নিতেও পারলো না দর্শকরা। গ্যালারির পাশের সবুজ ঘাসগুলোতে গড়িয়ে পড়লো বেশিরভাগ সাদা রঙের বোতল।

হাতের বোতল যেমন চললো, তেমন চললো দর্শকদের মুখও। ভুয়া-ভুয়া বলে দুয়োধ্বনি। দর্শকরে বিরক্তি ও হতাশর মধ্যেও পূর্ব গ্যালারিতে বিশাল লাল-সবুজ পতাকা ধরে রেখেছিল একদল সমর্থক। কেবল দোলানোটাই বন্ধ হয়েছিল তাদের।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ