ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

এ কী করলেন শহীদুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৮ ২০:১৪:৩৪
এ কী করলেন শহীদুল

বিমলের নেয়া সরাসরি কিক গ্রিপে থাকলেও সেই বল ধরতে পারেননি সর্বশেষ মৌসুমে ঢাকা আবাহনীতে খেলা শহীদুল আলম সোহেল। তার হাত গলে বল জালে ঢুকে যায়। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় নেপাল।

আগের দুই ম্যাচেই প্রশ্ন উঠেছে একাদশ নিয়ে। এশিয়াডে দুর্দান্ত খেলা আশরাফুল ইসালাম রানাকে রেখে শহীদুল আলমকে প্রথম দুই ম্যাচেই একাদশে রাখেন বাংলাদেশ কোচ। যার খামখেয়ালিতে নীলফামারীতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচেও হারে বাংলাদেশ।

অথচ শনিবার সন্ধ্যায় কি দুর্দান্ত শুরুই না ছিল বাংলাদেশের! টানা দুই ম্যাচ জেতায় জেমি ডে’র দল যে উজ্জ্বীবিত সেটি ফুটে উঠছিল প্রথম থেকেই। দর্শক গ্যালারিতে উঠছিল সমুদ্রের গর্জন।

কিন্তু সেই গর্জন থামিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এখন কবরের নিরবতা নামিয়ে এনেছেন সোহেল। ম্যাচ চলাকালেই যাকে পরিবর্তন করার জন্য দর্শকর গ্যালারি থেকে কোচের উদ্দেশে রব উঠল।

গোল হজমের পর বাংলাদেশ দলটাও হয়ে পড়েছে এলোমেলো। এই ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতেও এই নিষ্ঠুর নিয়তি বরণ করতে হবে বাংলাদেশকে?

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ