রিয়ালে ৭ শব্দের শেষ ভাষণে কি বলেছিলেন রোনালদো

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে রোনালদোর সর্বশেষ ম্যাচটা ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। গত ২৬ মে, কিয়েভের সেই ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল রোনালদোদের রিয়াল। গড়েছিল ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ৩টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের অনন্য কীর্তি।
তো কিয়েভের ওই ফাইনাল যুদ্ধে নামার আগে ড্রেসিংরুমে জ্বালাময়ী এক ভাষণ দিয়েছিলেন রোনালদো। স্বাভাবিকভাবেই সেটাই হয়ে রিয়ালের ড্রেসিংরুমে পর্তুগিজ তারকার দেওয়া শেষ ভাষণ। জ্বালাময়ী ভাষণ মানেই যে গলা ফাটিয়ে লম্বা বক্তৃতা দেওয়া নয়, সেদিন সেটাও প্রমাণ করেছিলেন রোনালদো। নরম সুরে তেজদ্বীপ্ত কণ্ঠে সতীর্থদের উদ্দেশ্যে শুধু বলেছিলেন, ‘বন্ধুরা, খেল, জিত, ইতিহাস গড়। টানা তৃতীয়..ইয়াহ!’
ব্যস রোনালদোর কণ্ঠে উচ্চারিত এই শব্দ কটিই সার্জিও রামোস, লুকা মড্রিচ, টনি ক্রুস, বেল, বেনজেমা, ইসকো, নাভাসদের তাতিয়ে দেয়। শিরোপা ক্ষুধাটাকে বাড়িয়ে দেয় একশ গুণ। মনের কোণে ঢেলে দিয়েছিল উজ্জীবনী সুদা, চড়িয়ে দিয়েছিল জয়ের নেশা।
সম্প্রতি রিয়াল মাদ্রিদ তাদের ১৩তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের রোমাঞ্চকর এক ডকুমেন্টারি প্রকাশ করেছে। ওই ডকুমেন্টারিতে বিশেষভাবে দেখানো হয়েছে রোনালদোর ৭ শব্দের সেই ভাষণ। ড্রেসিংরুমের দণ্ডায়মান ওই টিম মিটিংয়ে সতীর্থদের প্রণোদিত করতে ভাষণ দেন অধিনায়ক সার্জিও রামোস ও এবং গোলরক্ষক কেইলর নাভাসও।
অধিনায়ক রামোস তার নাতিদীর্ঘ ভাষণে বলেন, ‘আরও একটি ফাইনাল উপভোগ কর। সেসব মানুষদের কথা মনে রাখবে, যারা আমাদের সাহায্য করেছে। আমরা জিততে যাচ্ছি।’ রিয়ালের কোস্টারিকান গোলরক্ষক নাভাসের ভাষণের সুরও ছিল একই রকম, ‘বাস্তবতাটা উপভোগ করো। এখানে আবার আমরা আমাদের অধিকার অর্জন করব।’
তবে রোনালদোর ভাষণটাই বেশি অনুপ্রাণিত করেছিল সবাইকে। পরে একসঙ্গে সবাই মিলে বলে, ‘চল। ১, ২, ৩। মাদ্রিদ!’ এই ১, ২, ৩ মানে তিন বছরে টানা তিন শিরোপা। মানে খেলার আগেই রিয়ালের খেলোয়াড়েরা ধরে নিয়েছিল, শিরোপা তাদেরই। মাঠে শুধু সেই নিশ্চিত বিষয়টি নিশ্চিত করতে হবে!
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার