ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

অপরিবর্তিত একাদশ নিয়ে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৮ ১৯:২১:০৫
অপরিবর্তিত একাদশ নিয়ে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা ৭টায়। এ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে যে খেলোয়াড়দের নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন কোচ জেমি ডে, সেই একাদশই মাঠে নামিয়েছেন। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারায় ১-০ গোলে।

পাকিস্তান-ভুটান দিনের প্রথম ম্যাচটি প্রেসবক্সে বসে দেখলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। পাকিস্তান পর পর দুই গোল দেওয়ার পর বলছিলেন, ‘আমাদের জন্য প্রেসার হয়ে গেল।’

প্রেসারের কারণও আছে যথেষ্ট। যদিও বাংলাদেশকে ড্র করলেই চলছে। কিন্তু নেপাল যে মরণ কামড় দিবে নিশ্চিত। তবে টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ উজ্জীবিত হয়েই মাঠে নামবে এটাই প্রত্যাশা দর্শকদের। সন্ধ্যার পর থেকে এদিনও দর্শকদের ঢল নেমেছে স্টেডিয়ামে।

বাংলাদেশ একাদশ:

ওয়ালী ফয়সাল, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, জামাল ভূইয়া, মামুনুল ইসলাম, স্বাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান, মাশুক মিয়া জনি, শহিদুল আলম (গোলরক্ষক)।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ