ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

‘মিঠুন বহুগুণধারী ব্যাটসম্যান’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৮ ১৯:০৩:২৩
‘মিঠুন বহুগুণধারী ব্যাটসম্যান’

তবে এই ধোঁয়াশা দূর করলেন হাই পারফর্ম্যান্স দলের অস্ট্রলিয়ান কোচ সাইমন হেলমেট। তিনি মনে করেন তার এই শিষ্য এক থেকে সাতের মাঝে যর কোনো পজিশনে খেলতে পারবেন। এ নিয়ে বিসিবির মোটেও চিন্তা করতে হচ্ছে না।

মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘সে এক থেকে সাত পর্যন্ত যে কোন জায়গায় ব্যাট করতে পারে। সে একজন বহুগুণধারী ক্রিকেটার। স্পিন ও পেসের বিপক্ষে সে সাবলীল, ফ্রন্ট ফুট ও ব্যাক ফুটেও সমান তালে ভালো খেলে। আর সে উইকেটের পেছনেও দায়িত্ব পালন করে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ