ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

যে কারনে এশিয়া কাপের জন্য নতুন করে দল ঘোষনা করলো আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৮ ১৬:১৫:১১
যে কারনে এশিয়া কাপের জন্য নতুন করে দল ঘোষনা করলো আফগানিস্তান

আফগানদের টেস্ট ইতহাসের অভিষেক ম্যাচের সঙ্গি হয়েছিলেন মাত্র ১৮ বছর বয়সী বাফাদার। ।আর সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করে এই তরুন ক্রিকেটার।আর সেই করনেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি) আস্থা রেখেছিল তার উপর। কিন্তু ভাগ্য সহায় হলো না বাফাদার। অনুশীলনের মাঝে পিঠে ব্যথা অনুভব করেন।যে কারনে তাৎখনিক ভাবে এমআরআই করায় এসিবি।আর রিপোর্ট দেখে তাকে অন্তত ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছে ডাক্তাররা।

বাফাদা বাদ পড়ায় দলে সুযোগ পায় আরেক তরুণ ইয়ামিন আহমেদজাই।

দেখে নিন এশিয়া কাপে আফগানদের নতুন স্কোয়াড

আজগর আফগান, মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমাদি,ইহসানুল্লাহ জানাত, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নাবী, গুলবদিন নাইব, রশিদ খান,মুজিব-উর-রহমান, নাজিবুল্লাহ জাদরান, আফতাব আলম,মুরিন আহমেদ কাকার, সামিউল্লাহ শেনওয়ারি, সৈয়দ আহমাদ শেরজাদ, শারাফুদ্দিন আশরাফ ও ইয়ামিন আহমেদজাই।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ