ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ব্রেট লি-কেভিন পিটারসেনরাও থাকছেন এশিয়া কাপে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৮ ১৩:৩৭:১৫
ব্রেট লি-কেভিন পিটারসেনরাও থাকছেন এশিয়া কাপে

আর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে থাকছেন চিরপরিচিত কণ্ঠ আতাহার আলী খান। শ্রীলংকার হয়ে থাকছেন কিংবদন্তী ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা এবং সাবেক অলরাউন্ডার রাসেল আর্নোল্ড।

পাকিস্তান থেকে ধারাভাষ্যে থাকছেন রমিজ রাজা এবং আমির সোহেলরা। আফগানদের সাবেক কোচ ডিন জোন্সও ধারাভাষ্য দিয়ে তার ভক্তদের মাতিয়ে রাখবেন।

তবে সঞ্জয় মঞ্জরেকার এবং হার্শা ভোগলের কণ্ঠ শোনা যাবেনা এশিয়া কাপে। কারণ দুজনই সনি'র সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন বর্তমানে। এই দুজন না থাকলেও ভারতের পক্ষ থেকে থাকবেন সুনিল গাভাস্কার, লক্ষন শ্রীভনম কৃষ্ণ এবং ভিভিএস লক্ষন।

লক্ষণের থাকাটা এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি। যদি শেষ মুহূর্তে তিনি নাম প্রত্যাহার করে নেন তাহলে জহির খানের যুক্ত হওয়ার কথা রয়েছে ধারাভাষ্য প্যানেলের সঙ্গে। বিসিসিআইয়ের অফিসিয়াল থেকে এমনটাই জানানো হয়েছে।

সবকটি ম্যাচেই টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। ১৫ তারিখ বাংলাদেশ-শ্রীলংকার লড়াই দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ