ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

মুস্তাফিজদের দলে খেলবেন ডি ভিলিয়ার্স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৮ ১২:৩০:১১
মুস্তাফিজদের দলে খেলবেন ডি ভিলিয়ার্স

কোন দলের হয়ে পিএসএল মাতাবেন এবি সেটা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা। তবে ধারণা করা যাচ্ছে ডানহাতি এই ব্যাটসম্যানের ঠিকানা হতে পারে মুস্তাফিজুর রহমানের দল লাহোর কালান্দার্সে।

কারণ গেল পিএসএল মৌসুমে সবার তলানীতে ছিল দলটি। যেকারণে আসন্ন পিএসএলের জন্য ড্রাফট থেকে সবার আগে খেলোয়াড় নিতে পারবেন তারা।

আর সেটা হলে এবিকেই প্রথম চয়েজ হিসেবে বেঁছে নিতে চাইবে কালান্দার্সরা। সেই সঙ্গে তাকে নেতৃত্বও তুলে দিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে আসন্ন পিএসএল আসরে মুস্তাফিজুর রহমানের অংশ নেয়ার ব্যাপারটি এখনও নিশ্চিত নয়। কারণ বিসিবির অনুমতি ছাড়া এখন দুই বছরের জন্য কোন বিদেশি লীগে খেলতে পারবেন না এই পেসার।

কিন্তু বিসিবি অনুমতি দিলে একই দলের হয়ে পিএসএল মাতাবেন মুস্তাফিজ এবং এবি। দলে আরও তারকাদের মধ্যে আছেন, ক্রিস লিন, ব্রেন্ডন ম্যাককালাম এবং সুনিল নারাইনের মত তারকারা।

আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লীগের চতুর্থ আসর। আর এবছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ