ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ব্রিটিশ কোচ এ্যান্ড্রু ওর্ডের প্রিয় ফুটবলার একজন তপুর গল্প

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৮ ১১:৩৩:২৫
ব্রিটিশ কোচ এ্যান্ড্রু ওর্ডের প্রিয় ফুটবলার একজন তপুর গল্প

নারায়ণগঞ্জের লাক্সমিনারায়ণ কটন মিল্স উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে তোলারাম কলেজ থেকে এইসএসসি পাস করা তপু ফুটবলের পথে আসেন মোহামেডান ক্লাব দিয়ে।

২০১৩ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তপুর, তখন থেকে জাতীয় দলের হয়ে ২১ ম্যাচ খেলেন তিনি এবং ১টি গোল করেন। নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাহিরে থাকেন নাহলে নিজের ক্যারিয়ার আরো সমৃদ্ধ করতে পারতেন তিনি।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোহামেডান এবং ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত শেখ রাসেল এবং ২০১৬ সালে ঢাকা আবাহনীর হয়ে খেলার পর ২০১৭ সাল থেকে বর্তমান অবধী সাইফ স্পোর্টিংয়ের হয়ে ৯ ম্যাচে ২ গোল আছে তার। জাতীয় দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপে ২০১৫ সালে ভুটানের সাথে জের আন্তর্জাতিক ক্যারিয়ের একমাত্র গোল করেন এই ডিফেন্ডার। গেল এশিয়ান গেমসেও বাংলাদেশের অনূর্ধ্ব ২৩ দলের প্রতিনিধিত্ব করেছে তপু।

এবারও সাফ চ্যাম্পিয়নশিপ। এবারও ভুটানের সঙ্গে ম্যাচ। তিন মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে বল নিখুতভাবে জালে জড়ালেন পরিচিত একজন।টানা দুই আসরে গোল পাওয়া সেই ফুটবলার কোন স্ট্রাইকার নন। জাত ডিফেন্ডার। নাম তপু বর্মণ। চার নম্বর জার্সি পরিহিত এই খেলোয়াড়ের নাম এখন সবার মুখে মুখে। নারায়ণগঞ্জের এই তপুই এখন নায়ক ত্রাতা।

সেটা পাকিস্তানকে বধ করেই। একজন ডিফেন্ডার হয়ে নিয়মিত গোল করার ধরনেই প্রাদপ্রদীপের আলোয় বারবার এসেছেন তিনি। নিজের যোগ্যতার প্রমাণ করেই। এই যেমন পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ তারই বদন্যতায়।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ