ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

'সামর্থ্যের প্রমাণ দিয়েছে হংকং'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৮ ০১:১০:০২
'সামর্থ্যের প্রমাণ দিয়েছে হংকং'

হংকং ক্রিকেট দলের অধিনায়ক অনসুমান রাথ জানিয়েছেন এশিয়া কাপের মুল আসরে জায়গা করে নেয়া তার দলের জন্য দারুণ এক অনুভূতি। তাছাড়া ওয়ানডে স্ট্যাটাস হারানোর পর তার দলের দেখানোর উচিত ছিল তাদের সামর্থ্য। হংকং সেই লক্ষ্য পূরণ করতে পেরেছে।

"এটি একটি দারুণ অনুভূতি। আমি মনে করি আমরা ওয়ানডে স্ট্যাটাস হারানোর পরও কি করতে পারি তা বিশ্বকে দেখানো উচিত ছিল।"

এশিয়া কাপের কোয়ালিফায়ারে ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দুই দল নেপাল ও আরব আমিরাতকে হারিয়েছে হংকং। এর মধ্যে ফাইনাল সহ আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ জিতেছে তারা।

এটা হংকংয়ের ক্রিকেট স্বত্বার উদাহরণ বলে মনে করেন দলটির অধিনায়ক। হংকংয়ের দারুণ পারফর্মেন্স আইসিসির সহযোগী দেশগুলোর উন্নতির উদাহরণ বলেও মনে করেন অনশুমান রাথ।

"এই টুর্নামেন্টে দুই ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দলকেই আমরা হারিয়েছি ব্যাপক ব্যবধানে। এক দলকে আমরা দুইবার হারিয়েছি। এটি হলো আমরা কিভাবে ক্রিকেট খেলি এটার ব্যাখ্যা দেয় এবং পুরো বিশ্বকে দেখানো দরকার ছিল যে সহযোগী দলগুলোর ক্রিকেটের মান কয়েক বছরে অনেক উন্নত হয়েছে।"

বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া হংকং দলের এই জয়টা অনেক প্রয়োজন ছিল বলে বিশ্বাস হংকংয়ের "এটা সত্যই অনেক দরকার ছিল। বিশেষ করে আমরা যে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং এরপর ওয়ানডে স্ট্যাটাস হারিয়েছিলাম।"

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ