ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপ শুরুর আগে সুস্থ হয়ে উঠবেন তামিম ইকবাল এবং নাজমুল হাসান শান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৭ ২০:৫৪:৪৩
এশিয়া কাপ শুরুর আগে সুস্থ হয়ে উঠবেন তামিম ইকবাল এবং নাজমুল হাসান শান্ত

হঠাৎ দলে মুমিনুলের অন্তর্ভূক্তির বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মমিনুলকে নেয়া হয়েছে কারণ, শান্তর আঙ্গুলে একটু ব্যথা আছে। ওর পাঁচ দিনের মত সময় লাগতে পারে, সম্পূর্ণ ফিট হতে। আর তামিম ইকবালের পুরনো ব্যথা আছে, সেটাও আঙ্গুলের।

ফিজিও থেকে পাওয়া রিপোর্টে কোন সমস্যা নেই। টুর্নামেন্ট চলাকালিন সময়ে যদি কোন সমস্যা হয়, খেলা শুরু হওয়ার আগে যদি কোন সমস্যা হয়, তাহলে ব্যাকআপ হিসেবে বাড়তি প্লেয়ার লাগতে পারে। সেই হিসেবে মমিনুলকে নেওয়া।’

শুধু শান্ত কিংবা তামিম নয়, ইনজুরিতে আছেন সাকিব আল হাসানও। তিনিও ইনজুরি নিয়েই খেলবেন। তবে প্রধান নির্বাচক এগুলোকে ইনজুরি বলতে চাচ্ছেন না। তার মতে যেহেতু ফিজিও জানিয়েছেন তারা ফিট, সেহেতু কোনো সমস্যা হওয়ার কথা নয়, ‘ফিজিও’র কাছ থেকে এমন কোন রিপোর্ট পাইনি।

বাইরে কি কথা হচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। ফিজিও যেহেতু বলছে শতভাগ ফিট আছে তাহলে কোন সমস্যা হওয়ার কথা না। তামিম ও শান্তর ইনজুরি সমস্যা না এটা, ফিজিও বলছে সব ঠিক আছে। আমরা একজন ব্যাক আপ প্লেয়ার দিয়ে রাখলাম, এই যা। ইন কেইস শান্তর হাতের ব্যথা রিকভারি করার পর যদি আবার ব্যথা বাড়ে সেই চিন্তা থেকে মমিনুলকে নেওয়া। যাতে সামনে কোন সমস্যা হলে আমাদের ব্যাকআপ থাকে।’

এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এতো ইনজুরি টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ হওয়ার মতো বিষয়। কিন্তু প্রধান নির্বাচক এটাকে খেলার অংশ বলে জানিয়েছেন, ‘আমাদের পুরো দল নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। এটা খেলার অংশ, ইনজুরি আসতেই পারে। আমাদের ফিজিও’র রিপোর্টে তেমন কোন বাজে খবর নেই। ওদের রিকভারি হচ্ছে। সেই হিসেবে আমরা ভালোই আত্মবিশ্বাসী, আশা করি টুর্নামেন্টে আমরা ভালো করব।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ