ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

দলে সুযোগ পেয়ে যা বললেন মমিনুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৭ ২০:২৩:৩৯
দলে সুযোগ পেয়ে যা বললেন মমিনুল

চোটে না পড়ার ঘটনা না ঘটলে মুমিনুলের হয়তো সুযোগ মিলত না।

অথচ কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ ‘এ’ দলের আয়ারল্যান্ড সফরে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তাঁর ব্যাটিং। ৫ ম্যাচে ৭৪.২৫ গড়ে ১০০ স্ট্রাইক রেটে ২৯৭ রান করে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনিই। দুর্দান্ত এ পারফরম্যান্সের পরও মুমিনুল শুরুতে বিবেচিত হননি এশিয়া কাপের বাংলাদেশ দলে।

অবশেষ যখন সুযোগ মিলল, তা নিয়েও বিশেষ কোনো অনুভূতি নেই তাঁর, ‘ভালো লাগছে, এই তো! সামনে বড় টুর্নামেন্ট, ভালো করতে পারলে, দলের জন্য কিছু করতে পারলে অনেক বড় অর্জন হবে আমার জন্য।’

টুর্নামেন্টে ব্যক্তিগত লক্ষ্য কী, প্রশ্নটা মুমিনুলকে করাটা অনুচিত। দলে সুযোগ পেতেই যাঁকে বিস্তর কাঠখড় পোহাতে হচ্ছে, একাদশে সুযোগ পাওয়া নিশ্চয়ই আরও কঠিন হবে। ‘যদি’, ‘কিন্তু’ ধরে তাঁকে তাই লক্ষ্যের কথা বলতে হচ্ছে তাঁকে। আর সেটির সারমর্ম, ‘দলের জন্য অবদান রাখা।’ মুমিনুল তৈরি যেকোনো পজিশনেই ব্যাটিং করতে।

সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে। লম্বা বিরতিতে এই সংস্করণে ফিরে ভালো করার আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন সর্বশেষ আয়ারল্যান্ড সফর থেকে। ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে খেলা ১৮২ রানের ইনিংস আলোচনায় নিয়ে এসেছে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে। শুধু আলোচনায় আনেনি, তিনি বলছেন, ইনিংসটা অনেক কিছু শিখিয়েছে তাঁকে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ