ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

'ব্যাক-আপ বয়' মমিনুল হক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৭ ১৯:২৪:১১
'ব্যাক-আপ বয়' মমিনুল হক

কিন্তু তবুও এতদিন জায়গা হয়নি জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটে। অবশেষে আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে স্থান হয়েছে তাঁর। তবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছেন, 'ব্যাক-আপ' হিসেবে রাখা হয়েছে মমিনুলকে।

আগের ১৫ সদস্যের স্কোয়াডে থাকা দুই বাঁহাতি ব্যাটসম্যান শান্ত এবং তামিমের ইনজুরির কারণে নতুন করে ১৬ সদস্যের স্কোয়াড দিতে বাধ্য হয়েছে বোর্ড। আর নতুন এই স্কোয়াডে ব্যাক-আপ বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন মমিনুল।

'মমিনুলকে নেয়া হয়েছে কারণ শান্তর আঙ্গুলে একটু ব্যথা আছে। ওর পাঁচ দিনের মত সময় লাগতে পারে, সম্পূর্ণ ফিট হতে। আর তামিম ইকবালের পুরনো ব্যথা আছে, সেটাও আঙ্গুলের। ফিজিও থেকে পাওয়া রিপোর্টে কোন সমস্যা নেই।

'টুর্নামেন্ট চলাকালীন সময়ে যদি কোন সমস্যা হয়, খেলা শুরু হওয়ার আগে যদি কোন সমস্যা হয়... তাহলে ব্যাকআপ হিসেবে বাড়তি প্লেয়ার লাগতে পারে। সেই হিসেবে মমিনুলকে নেয়া।'

প্রধান নির্বাচকের বক্তব্যে বুঝাই যায়, স্কোয়াডে থাকা বাকি দুই ব্যাটসম্যান পুরোপুরি ঠিক থাকলে মমিনুলের এশিয়া কাপ খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কিন্তু সম্প্রতি সমাপ্ত হওয়া 'এ' দলের আয়ারল্যান্ড সফরে ওয়ানডে অধিনায়ক ছিলেন ২৬ বছর বয়সী মমিনুল।

সেখানেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন এই ব্যাটসম্যান। বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন তিনি। ১৩৩ বলে ১৮২ রানের ইনিংস খেলেছিলেন মমিনুল।

কিন্তু তবুও প্রথমে প্রকাশ করা এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। এক প্রকার বিপদে পড়েই পরবর্তীতে নতুন স্কোয়াডে নাম রেখেছেন নির্বাচকরা। তবে মূল একাদশে খেলানোর আশায় নয়, ব্যাক-আপের আশায় রাখা হয়েছে ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটসম্যানকে।

এদিকে সাকিবের ইনজুরি নিয়েও চলছে বিভিন্ন বিতর্ক। সাকিব বলছেন, কিছুটা ইনজুরি সমস্যা থাকলেও এশিয়া কাপ খেলবেন তিনি। আবার নান্নু জানিয়েছেন, ফিজিওর রিপোর্টে শতভাগ ফিট সাকিব।

শুধু সাকিব নয় কারোর ইনজুরিই তেমন মারাত্মক নয়। ফিজিওর মতে সবাই টুর্নামেন্টটি খেলার জন্য ফিট আছেন, জানিয়েছে বিসিবির প্রধান নির্বাচক।

'সাকিব ইস্যুতে কোন খবর নেই আমাদের কাছে। সে সার্জারিতে যাবে, এসব নিয়ে অনেক কথা হচ্ছে। ডাক্তারের কাছ থেকে আমরা কোন আপডেট পাই নি। আমরা জানি সে খেলার মত ফিট আছে। আশা করি সে পুরো টুর্নামেন্টে খেলতে পারবে।'

সুতরাং বুঝাই যাচ্ছে, এশিয়া কাপ খেলা হচ্ছে না মমিনুলের। এই 'ব্যাক-আপ' ম্যানকে একাদশে জায়গা পেতে হলে ইনজুরিতে থাকতে হবে সাকিব, তামিম কিংবা শান্তকে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ