ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

কোহলি-রোহিত বিরোধ তুঙ্গে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৭ ১৮:০২:৩১
কোহলি-রোহিত বিরোধ তুঙ্গে

ভারতীয় ক্রিকেটের এই তারকা জুটির সম্পর্কের অবনতি নিয়ে চলছে তুমুল আলোচনা। সবার একটা প্রশ্ন, কী এমন কারণ, যার জেরে কোহলিকে আনফলো করলেন রোহিত?

অবশ্য শুধু কোহলিই নন, তার পত্নী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকেও আনফলো করে দিয়েছেন রোহিত।

এশিয়া কাপে কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। নেতৃত্বের ভার দেওয়া হয়েছে রোহিতের কাঁধে। সমর্থকদের একাংশ মনে করছেন, ইংল্যান্ডে ওপেনার হিসেবে তৈরি বলে জানানোর পরেও রোহিতকে সুযোগ দেওয়া হয়নি। আর সেই কারণেই নাকি রোহিত ও কোহলির মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে!সমর্থকদের টুইটের একাংশ

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক সমর্থক লিখেছেন, ভারতের টেস্ট দলে রোহিতের থাকা উচিত। কেননা, ছয় নম্বরে ব্যাটিংয়ে রোহিতের গড় (৫৮.১৯), যা সবচেয়ে বেশি। রোহিত ওই টুইটে ‘লাইক’ও দিয়েছেন। এরপরই অধিনায়কের সঙ্গে রোহিতের বনিবনার অভাবের জল্পনার ডালপালা আরও ছড়িয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে/ডেকান ক্রনিক্যাল

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ