ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে : সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৭ ১৭:১০:৫১
বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে : সাকিব

গেল সপ্তাহে একটি ইংরেজি দৈনিকে সাক্ষাতকার দেন সাকিব। সেখানে বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক বলেছিলেন, ২০ থেকে ৩০ শতাংশ ফিট তিনি। বিষয়টি নজরে আসলে বিব্রত বোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বোর্ডের মিডিয়া প্রধান জালাল ইউনুস। সেখানে তিনি জানিয়েছিলেন, সাকিবের এধরনের মন্তব্যে বিব্রত তারা।

তবে জানা গেছে, এসবের প্রেক্ষিতে বিসিবি বরাবর একটি মেইল করেন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব। সেখানে তিনি জানান, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি কথাটা ওভাবে বলেননি। ওটা ছিল একটা ‘হালকা কথোপকথন’ মাত্র।

সাকিবের মেইলের বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী প্রধান নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন দলের আগেই দুবাই পৌঁছে যাবেন সাকিব।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ