ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ফিটনেস নিয়ে সাকিবের মন্তব্যে চরম বিব্রত বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৭ ১৫:২৮:৫৪
ফিটনেস নিয়ে সাকিবের মন্তব্যে চরম বিব্রত বিসিবি

শেষ পর্যন্ত এই সিদ্ধান্তেই রাজি হন সাকিব। আসন্ন এশিয়া কাপে তিনি খেলবেন বলেই জানান। তবে সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ফিটনেস নিয়ে কথা বলেন সাকিব। আর সেখানে তিনি জানান, তিনি ২০-৩০ শতাংশ ফিট। আর সাকিবের এই মন্তব্যে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বিকেলে এ প্রসঙ্গে বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘বোর্ড মনে করে ২০-৩০ শতাংশ ফিটনেস নিয়ে তাঁর খেলা উচিত নয়। সে এখন দলের সঙ্গে আরব আমিরাতে যেতে পারে নাও যেতে পারে। সিদ্ধান্ত তার। আমরা মুমিনুলকে (হক) রাখছি বিকল্প হিসেবে।’

তিনি আরো বলেন, ‘তাঁর এই মন্তব্য বোর্ডের জন্য বিব্রতকর। সে ২০-৩০ শতাংশ ফিট, এটা সংবাদমাধ্যমকে আগে না জানিয়ে বিসিবিকে জানানো উচিত ছিল। তবে যেটা বললাম, সে যদি ২০-৩০ শতাংশ ফিট থাকে, তার খেলা উচিত নয়।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ