ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

গোল করেই তপুর গুলি করার ভঙ্গি, সতীর্থরা পড়ে গেলেন লাশ হয়ে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৭ ১৩:১৩:৪৪
গোল করেই তপুর গুলি করার ভঙ্গি, সতীর্থরা পড়ে গেলেন লাশ হয়ে

খেলার স্পিরিটের সঙ্গে এই উদযাপন যায় কি না তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে বাংলাদেশের এই উদযাপন নিয়ে দর্শক মহলে অন্য অনুভূতিই। কেউ কেউ বলছেন মুক্তিযুদ্ধের চিত্র ফুটিয়ে তুলেছে বাংলাদেশের খেলোয়াড়রা। তা কি পরিকল্পনা করেই এই উদযাপন?

বাংলাদেশের হয়ে গোল করা তপুর মুখেই শোনা যাক, ‘আমার ব্যক্তিগত একটা পরিকল্পনা ছিল যদি দেশের জন্য গোল করতে পারি তবে জার্সি খুলে উদযাপন করবো।’ তপু তাই করেছেন। নিয়ম অনুযায়ী খেয়েছেন হলুদ কার্ডও। কিন্তু গুলির দৃশ্য ফুটিয়ে তোলার পরিকল্পনা কিভাবে?

তপু বলেন, ‘এটা আমার মাথায় ছিল না। এটা আমাদের ওয়ালী ভাইয়ের (ওয়ালী ফয়সাল) মাথা থেকে আসে। ওয়ালী ভাই আমাকে বলে, তুমি গুলি করবা। আমরা ডেথ হয়ে পড়ে থাকবো।’ তবে মুক্তিযুদ্ধের কথা মাথায় রেখে এমন চিত্র কিনা তা নিজের মুখে কিছু বলেননি তপু।

প্রতিপক্ষ পাকিস্তান বলেই এসে যাচ্ছে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ।

বৃহস্পতিবার পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে সাফ ফুটবলের সেমি ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ