ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

কুকের বিদায়ী টেস্টে কোহলিদের সম্মান রক্ষার লড়াই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৭ ১৩:১২:৫৭
কুকের বিদায়ী টেস্টে কোহলিদের সম্মান রক্ষার লড়াই

ফলাফল নির্ধারণে ওভাল টেস্টের গুরুত্ব না থাকলেও ম্যাচটিকে অন্য মাত্রা দিয়েছে অ্যালিস্টার কুকের অবসরের ঘোষণা। সাউদাম্পটন টেস্টের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা জানান ইংলিশ এই ওপেনার। যার ফলে এই টেস্টটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। স্বভাবতই জয় দিয়েই সতীর্থকে বিদায় জানাতে চাইবে ইংলিশ খেলোয়াড়রা।

সিরিজের প্রথম দুই টেস্টে ইংলিশদের জয়ের পর তৃতীয় টেস্টে এসে জয় পায় ভারত। ফলে জমে ওঠে সিরিজটি। কিন্তু চতুর্থ টেস্টে আবার হারে ভারত। ফলে সিরিজ হাতছাড়া হয়ে যায় বিরাট কোহলিদের। এদিন তাই ইংলিশরা নামবে ফুরফুরে মেজাজেই। আগের ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়েই এদিনও মাঠে নামবেন রুট।

অন্যদিকে সিরিজ হারের পর সাবেকদের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন কোহলি-শাস্ত্রিরা। দল গঠন নিয়েও শুনতে হচ্ছে কথা। বিশেষ করে ব্যাটিং লাইন আপে সিরিজ জুড়েই ব্যর্থতার পরিচয় দিচ্ছে ভারত। বিশেষ করে দুই ওপেনার শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল তো যেন ব্যাট ধরতেই ভুলে গেছেন। পুরো সিরিজে একটি ফিফটিও করতে পারেননি তারা। অবস্থা এমন দাঁড়িয়েছে, কোহলি আউট তো ভারত আউট! এদিকে অল রাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়ার সামর্থ নিয়েও বইছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে কোচ রবি শাস্ত্রিকে নিয়েও।

সব মিলিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে শেষ টেস্টে ভালো কিছু করার বিকল্প নেই ভারতের সামনে। অন্যদিকে কুকের বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইবেন তার সতীর্থরা। ফলে ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে ভালো করেই।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ